<p>কবে পৃথিবীতে ফিরবেন শুভাংশু শুক্লরা ? এনিয়ে চর্চা ছিলই। এবার তা জানা গেল। আগামী ১৪ জুলাই অর্থাৎ পরের সোমবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রওনা দেবেন শুভাংশুরা। ভারতীয় সময় সোমবার বিকেলে আনডকিং প্রক্রিয়া শুরু হবে। এর আগে বলা হয়েছিল, ১০ জুলাই পৃথিবীতে ফিরবে Axiom-4। সোমবার, অর্থাৎ, ১৪ জুলাই স্পেস স্টেশন ছেড়ে মঙ্গলবার পৃথিবীতে ফিরবেন শুভাংশুরা। International Space Station থেকে রওনা দেওয়ার আগে, জমিয়ে ভোজের আয়োজন করলেন শুভাংশু ও অন্য ক্রু সদস্যরা। সেই ছবিও সামনে এসেছে। নতুন ছবিতে দেখা যাচ্ছে, শুভাংশু ও তাঁর সহকর্মীরা মহাশূন্যে ভাসছেন। খাবার উপভোগ করতে করতে তাঁরা চওড়া হাসছেন। গত সন্ধেতেই NASA-র তরফে ঘোষণা করা হয়, শুভাংশু ও অন্য তিন ক্রু মেম্বার আগামী ১৪ জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রওনা দেবেন। নাসার কমার্সিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিটচ সাংবাদিক বৈঠকে বলেছেন, আমরা স্টেশন প্রোগ্রামে কাজ করছি। যত্ন সহকারে Axiom-4-এর অগ্রগতি লক্ষ্য করা হচ্ছে। আমার মনে হয়, ওই মিশন আনডক করতে হবে। ১৪ জুলাই আনডক করার টার্গেট আছে। </p> <p>৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছেন শুভাংশু। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণকারী প্রথম ভারতীয় তিনি। মহাকাশ থেকে ভারতকে দেখে রাকেশ শর্মা বলেছিলেন, 'সারে জহাঁ সে আচ্ছা'। ৪১ বছর পর শুভাংশু শুক্ল মহাকাশ থেকে ভারতের চেহারাকে 'ঐশ্বরিক' বলে উল্লেখ করলেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে মোতায়েন শুভাংশুর সঙ্গে দিনকয়েক আগে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের কথোপকথন সরাসরি সম্প্রচারিতও হয়। আর তাতেই ভারতের রূপ বর্ণনা করেন শুভাংশু।</p> <p>ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা। 39A লঞ্চ কমপ্লেক্স থেকে ৪ মহাকাশচাীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ড্রাগন ক্রাফট। দু'ঘণ্টা ডকিং প্রসিডিওরের পরে, মহাকাশ স্টেশনে পা রাখেন শুভাংশু শুক্ল আর তাঁর ৩ সহ নভোশ্চর। ডকিংয়ের প্রক্রিয়া শেষ হলে সন্ধে ৬টা নাগাদ স্পেসস্টেশনে থাকা ৭ মহাকাশচারী স্বাগত জানান শুভাংশুদের। জড়িয়ে ধরেন তাঁদের। মহাকাশের বুকে লেখা হয় নতুন এক ইতিহাস। মহাকাশ থেকে শুভাংশু বার্তা পাঠান, 'আমি সবসময় মহাকাশে আসার জন্য অপেক্ষা করতাম। আপনারা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন, আক্ষরিক অর্থে দরজা খুলে দিয়েছেন, তাতে আমি অভিভূত।'</p>
from india https://ift.tt/3VW6BD1
via IFTTT
0 Comments