<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যে এবার নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ট্রাম্পের মতো নোবেল পাওয়ার জন্য যদিও নিজেকে দাবিদার হিসেবে তুলে ধরেননি তিনি। কেজরিওয়ালের দাবি, দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন যেভাবে প্রতিপদে বাধা পেয়ে কাজ করতে হয়েছে তাঁকে, তার জন্য নোবেল পাওয়া উচিত বলে আক্ষেপের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। যদিও সেই নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেজরিওয়ালকে কটাক্ষ করেছে বিজেপি। (Nobel Prize)</span></p> <p><span style="font-weight: 400;">দিল্লি <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/wbh9SDC" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a>ে পরাজয়ের পর থেকে সেভাবে জনসমক্ষে আর দেখা যায় না কেজরিওয়ালকে। তবে সম্প্রতি ‘The Kejriwal Model’ বইয়ের উদ্বোধনে গিয়ে স্মৃতিচারণে ডুব দেন তিনি। আপ সুপ্রিমো জানান, দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে, কাজ করতে গিয়ে যেভাবে পদে পদে বাধাপ্রাপ্ত হয়ে হয়েছে, তাঁর সরকারকে কাজ না করতে দেওয়ার জন্য যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তাতে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাঁর সরকারকে। (Arvind Kejriwal)</span></p> <p><span style="font-weight: 400;">সরাসরি কেন্দ্রের দিকেই আঙুল তুলেছেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, “পদে পদে বাধাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আমার কাজ করে দেখিয়েছি। লেফটেন্যান্ট গভর্নরের উপস্থিতি এবং হাজারো বাধাবিপত্তি সত্ত্বেও যেভাবে শাসনকার্য চালিয়েছি, কাজ করেছি, তার জন্য নোবেল প্রাইজ পাওয়া উচিত আমার।” দিল্লিতে ক্ষমতায় থাকাকালীন, তদানীন্তন কেজরিওয়াল সরকারের সঙ্গে বার বার সংঘাত বাধে কেন্দ্রের। কেজরিওয়ালের অভিযোগ ছিল, লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে কেন্দ্রের বিজেপি সরকার। নির্বাচিত সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ফাইল আটকে রাখা হচ্ছে, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও সেই সময় দাবি করে আপ।</span></p> <p><span style="font-weight: 400;">কিন্তু তার পর যমুনার বুক দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। আবগারি দুর্নীতি থেকে শিশমহল ইস্যুতে কেজরিওয়াল সরকারকে উৎখাত করে দিল্লিতে ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু দিল্লির বর্তমান বিজেপি সরকারকে নিশানা করতে ছাড়েননি কেজরিওয়াল। তাঁর দাবি, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আপ সরকারের পতন ঘটে। আর তার পর থেকেই রাজধানীর সমস্ত পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।শাসনকার্য পরিচালনার চেয়ে বিজেপি-র মন্ত্রী-বিধায়করা লুঠে ব্যস্ত, মানুষ এখন আপ সরকারের অভাব বুঝতে পারছেন বলে দাবি তাঁর।</span></p> <p><span style="font-weight: 400;">তবে এ নিয়ে কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, “কেজরিওয়াল নিজের জন্য নোবেল চাইছেন! হাস্যকর ব্যাপার। অপদার্থতা, নৈরাজ্য এবং দুর্নীতির ক্যাটেগরি থাকলে, তাতে নিশ্চয়ই নোবেল পেতেন উনি।” যদিও আপের দাবি, আর বিরোধী নয় বিজেপি। দিল্লির ক্ষমতা এখন তাদের হাতে। এবার কাজ করে দেখাতে হবে তাদের। শুধু মুখের কথায় কাজ হবে না।</span></p>
from india https://ift.tt/UxyWZj5
via IFTTT
0 Comments