<p><strong>মুম্বই:</strong> মুখ ফুটে 'I Love You' বলার মধ্যে ভালবাসার অনুভূতি রয়েছে। এর মধ্যে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্য থাকে না। একটি মামলার শুনানিতে এবার এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট। কিশোরীকে শ্লীলতাহানির মামলায় এক যুবককে মুক্তিও দিয়েছে আদালত। ২০১৫ সালে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। তাঁর বয়স ৩৫ বছর। (Bombay High Court)</p> <p>সোমবার বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ মন্তব্য করেছে। বিচারপতি ঊর্মিলা জোশী-ফালকের বেঞ্চ জানিয়েছে, অশালীন ভাবে শরীর স্পর্শ করা, জোর করে জামা-কাপড় খোলানো, অশ্লীল অঙ্গভঙ্গি বা আচরণ, মহিলার শালীনতা নষ্টের লক্ষ্য়ে অশালীন মন্তব্য করা যৌন আচরণের মধ্যে পড়ে। কিন্তু এক্ষেত্রে নাগপুরের বাসিন্দা ১৭ বছর বয়সি কিশোরীর হাত ধরে, তাকে I Love You বলেন অভিযুক্ত। (High Court News)</p> <p>এর আগে, ২০১৭ সালে নাগপুর দায়রা আদালত ওই যুবককে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করে। POCSO আইনেও দোষী সাব্যস্ত করা হয় তাকে। তিন বছরের সাজাও শোনানো হয়েছিল। হাইকোর্ট সেই সাজা খারিজ করে। আদালত জানিয়েছে, এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি, যাতে বোঝা যায় যে, নির্যাতিতার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনই লক্ষ্য ছিল ওই যুবকের।</p> <p>আদালত আরও জানায়, শুধুমাত্র I Love You বলার জন্য শ্লীলতাহানির মামলা হয় না। এতে যৌন অভিসন্ধি ধরা পড়ে না। I Love You বলার নেপথ্য়ে যদি যৌন অভিসন্ধি থাকেও, সেক্ষেত্রে আরও প্রমাণ থাকার প্রয়োজন ছিল। কিন্তু এক্ষেত্রে আইনজীবী জানিয়েছেন, কিশোরী যখন স্কুল থেকে ফিরছিল, তার কাছে এগিয়ে যান যুবক। হাত ধরে I Love You বলেন। </p> <p>জানা গিয়েছে, ওই যুবকের হাত ছাড়িয়ে বাড়ি চলে যায় ওই কিশোরী। বাবাকে সব কথা খুলে বলে সে। এর পর থাবায় FIR দায়ের হয়। কিন্তু হাইকোর্ট জানিয়েছে, এই অভিযোগে এমন কিছু নেই, যাতে যৌন হেনস্থা বা শ্লীলতাহানির মামলা দায়ের করা যায়। যৌন আচরণের ক্ষেত্রে অশালীন ভাবে স্পর্শ, বিবস্ত্র করার চেষ্টা, অশালীন আচরণ, ইশারা, মন্তব্য যুক্তিগ্রাহ্য হয়। এক্ষেত্রে ওই যুবক শুধুমাত্র I Love You বলেন। অর্থাৎ নিজের অনুভূতি প্রকাশ করেছেন, ভালবাসার কথা জানিয়েছেন। তাই এর নেপথ্যে যৌন উদ্দেশ্য খোঁজা উচিত নয়। হাইকোর্ট ওই যুবককে মুক্তি দিয়েছে।</p>
from india https://ift.tt/4ArJFDo
via IFTTT
0 Comments