Himachal Pradesh Rains: টানা বৃষ্টি, অন্তত ৩৭ জনের মৃত্যু হিমাচলপ্রদেশে; নিখোঁজ বহু; ৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

<p><strong>শিমলা :</strong> আরও একটা বর্ষা। ফের একবার বহু প্রাণহানি, ক্ষয়ক্ষতি ! হিমাচলপ্রদেশে টানা বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ৩৭। রাজ্যজুড়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত আনুমানিক ৪০০ কোটি টাকার। এমনই তথ্য দিচ্ছে হিমাচলপ্রদেশ রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এর থেকেও বেশি বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ও শুল্ক বিভাগের বিশেষ সচিব ডিসি রানা। তিনি বলেছেন, "এই মুহূর্তে আমাদের প্রাথমিক নজর তল্লাশি ও উদ্ধারকাজ চালানো।" এই পরিস্থিতিতে IMD-র তরফে আগামী ৭ জুলাই পর্যন্ত ওই রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।</p> <p>এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে, বহু মানুষ নিখোঁজ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, আড়াইশোর বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। পাঁচশোর বেশি বিদ্যুৎ ট্রান্সফার থেকে পরিষেবা বিঘ্নিত। প্রভাব পড়েছে ৭০০ পানীয় জল প্রকল্পে। এখন পর্যন্ত সবথেকে বেশি ক্ষতি হয়েছে মাণ্ডি জেলায়। এখানে ৪০ জন নিখোঁজ। রাস্তা পারাপারের অযোগ্য হয়ে পড়েছে। জরুরি পরিষেবায় মারাত্মক ব্যাঘাত ঘটেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় আকাশপথে খাবারের প্যাকেট বিলির কাজ করছে ভারতের বায়ুসেনা।</p> <p>মানালি ছাড়াও, নাগাড়ে বৃষ্টির জেরে তছনছ অবস্থা পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা শিমলার। এখানকার একাধিক স্কুলের ক্ষতি হয়েছে। ক্লাসরুম প্লাবিত হয়ে গেছে। এই পরিস্থিতিতে শঙ্কিত ছাত্র-ছাত্রীরা। স্থানীয় প্রশাসন, পুলিশ, হোমগার্ড, SDRF, কেন্দ্রীয় বাহিনী এবং NDRF-এর যৌথবিহানী একযোগে তল্লাশি ও উদ্ধারকাজ চালাচ্ছে। সতর্ক রয়েছে প্রশাসন। পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে। কারণ, আগামী দিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।</p> <p>এদিকে, সোমবার ধস ও পাথর জমা হওয়ায় দীর্ঘক্ষণ বন্ধ হয়ে পড়ে চণ্ডীগড়-মানালি হাইওয়ে। থমকে যায় যান চলাচল। থালৌ, লারজি ও মাণ্ডির ৯ মাইলের কাছে বহু গাড়ি আটকে পড়ে। যাত্রীদের রাস্তা ধরে হাঁটা অথবা ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য বুলডোজারের অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় ছিল না। থালৌয়ে বড় বড় পাথড় রাস্তা বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে সড়কপথে যাতায়াত ব্যাহত হয়ে পড়ে। টানা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসায় কাংরা ও মাণ্ডিতে স্কুল বন্ধ রাখা হয়। পোস্ট গ্র্যাজুয়েটের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় হিমাচলপ্রদেশ বিশ্ববিদ্যালয়।</p>

from india https://ift.tt/Xcgmj4I
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র