Himanta Biswa Sarma: 'অনুপ্রবেশকারীদের আড়ালের চক্রান্ত তৃণমূলের..' ! TMC-র অভিযোগের পাল্টা অসমের মুখ্যমন্ত্রী, 'আমার বক্তব্য বিকৃত করে..'

<p><strong>নয়াদিল্লি:</strong> 'বিজেপি-শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি-তকমা&rsquo;, তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব অসমের মুখ্যমন্ত্রীর ।'বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুদ্ধ চালাচ্ছে অসম সরকার। আমার বক্তব্য বিকৃত করে আমাদের অবস্থানকে বাঙালি বিরোধী আখ্যা দিতে চাইছে তৃণমূল। অনুপ্রবেশকারীদের আড়াল করার চক্রান্ত তৃণমূলের। বাঙালি-সহ অসমের সব বাসিন্দা আমাদের অবস্থান বোঝেন। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের আপসহীন অবস্থানকে তাঁরা সমর্থনও করেন', তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।</p> <p>[yt]https://youtu.be/CH6FZGbt_AI?si=0SJGzo89yW2dASx1[/yt]</p> <p>আরও পড়ুন, <a title=" লড়াই শেষ, ভুবনেশ্বর AIIMS-এ মৃত্যু ছাত্রীর, ওড়িশা বনধের ডাক কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের&lt;/p&gt;&lt;p&gt;&nbsp;&lt;/p&gt;" href="https://ift.tt/GNonHu7" target="_self"> লড়াই শেষ, ভুবনেশ্বর AIIMS-এ মৃত্যু ছাত্রীর, ওড়িশা বনধের ডাক কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের</a></p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/ijaZLlY
via IFTTT

Post a Comment

0 Comments

EC On Mamata: 'মাইক্রো অবজার্ভাররা সবাই এরাজ্যের..', মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে জানিয়ে দিল কমিশন