<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> একটি-দু’টি বা পাঁচ-দশটি নয়, ভারতে ২৫০০-রও বেশি রাজনৈতিক দল রয়েছে। ঘানার সংসদে বক্তৃতা করতে গিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতেই শোরগোল পড়ে গেল সেদেশের সাংসদদের মধ্যে। গুরু-গম্ভীর সাংসদরা সব হেসে উঠলেন। হাসি দেখা গেল মোদির মুখেও। সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। (Narendra Modi)</span></p> <p><span style="font-weight: 400;">বিদেশ সফরে গিয়ে বৃহস্পতিবার ঘানার সংসদে বক্তৃতা করেন মোদি। সেখানে ভারতের বৈচিত্র, সংস্কৃতির কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “ভারত গণতন্ত্রের পথপ্রদর্শক। কারণ ভারতের কাছে গণতন্ত্র নিছক কোনও ব্যবস্থা নয়, গণতন্ত্র ভারতের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে জড়িয়ে। ঋগ্বেদে সব দিক থেকে আসা শুভ চিন্তাকে গ্রহণের কথা বলা আছে। সব ভাবনার এই গ্রহণ করার এই ক্ষমতাই গণতন্ত্রের মূল ভিত্তি।” (Modi in Ghana)</span></p> <p><span style="font-weight: 400;">এর পরই প্রধানমন্ত্রী বলেন, “ভারতে ২৫০০-র বেশি রাজনৈতিক দল রয়েছে।” তাঁর এই কথা শুনেই গুঞ্জন শুরু হয় ঘানার সংসদে। সাংসদরা হাসতে শুরু করেন। নিজেদের মধ্যে রসিকতাও শুরু করেন। সকলের সামনে হাসি চাপতে পারেননি মোদিও। সেই অবস্থাতেই বলেন, “আবারও বলছি, ২৫০০ রাজনৈতিক দল।”</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">I#WATCH PM Modi says India has over 2500 political parties. 20 different parties governing different states, 22 official languages, thousands of dialects, this is also the reason that people who came to India are always welcomed with open hearts<a href="https://twitter.com/HCI_Accra?ref_src=twsrc%5Etfw">@HCI_Accra</a> <a href="https://twitter.com/MEAIndia?ref_src=twsrc%5Etfw">@MEAIndia</a> <a href="https://twitter.com/PMOIndia?ref_src=twsrc%5Etfw">@PMOIndia</a>… <a href="https://t.co/men8BDdIgp">pic.twitter.com/men8BDdIgp</a></p> — All India Radio News (@airnewsalerts) <a href="https://twitter.com/airnewsalerts/status/1940724184231170286?ref_src=twsrc%5Etfw">July 3, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">ঘানার সংসদে মোদিকে বলতে শোনা যায়, “প্রকৃত গণতন্ত্রে আলোচনা, তর্ক-বিতর্কের অবকাশ থাকে। এতে মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়। মর্যাদা বোধ তৈরি হয়, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। ভারতে বিভিন্ন রাজ্যে ২০টি দল ক্ষমতায় রয়েছে। ২২টি সরকারি ভাষা রয়েছে আমাদের। হাজার হাজার উপভাষা রয়েছে। এই কারণেই বাইরে থেকে আসা সকলকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানায় ভারত। আর এই একই কারণে পৃথিবীর সর্বত্র মানিয়ে নিতে পারেন ভারতীয়রা।”</span></p> <p><span style="font-weight: 400;">মোদির এই ভাষণের পর ঘানার সংসদের স্পিকার আলবান কিংসফোর্ড সুমানা বাগবিন ফের ভারতের ২৫০০ রাজনৈতিক দলের প্রসঙ্গ তোলেন।তাতেও হেসে ওঠেন সকলে। প্রধানমন্ত্রী নিজেও হাসি চেপে রাখেননি। উল্লেখ্য়, ঘানার মোট জনসংখ্য়া মোটে ৩.৩৮ কোটি। সেই নিরিখে ভারতের জনসংখ্যা ১৪৩ কোটি ছাড়িয়ে গিয়েছে। সোশ্য়াল মিডিয়াতেও সেকথা স্মরণ করিয়ে দিয়েছেন কেউ কেউ।</span></p>
from india https://ift.tt/wvuUDaT
via IFTTT
0 Comments