<p><span style="font-weight: 400;"><strong>পুণে:</strong> অভিজাত আবাসনে ধর্ষণের শিকার হলেন তরুণী। কুরিয়ার দিতে এসে ধর্ষণ করে গেল ডেলিভারি স্টাফ। শুধু তাই নয়, অভিযোগ, অচৈতন্য তরুণীর সঙ্গে সেলফিও তোলে অভিযুক্ত যুবক। সেই ছবির নীচে লিখে রেখে যায়, ‘আমি আবার আসব’। (Pune News)</span></p> <p><span style="font-weight: 400;">মুম্বইয়ের পুণের একটি অভিজাত আবাসনে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কুরিয়ার ডেলিভার করতে এসেছিল অভিযুক্ত যুবক। সেই সময় ফ্ল্যাটে একাই ছিলেন ২২ বছর বয়সি ওই তরুণী। দরজা খুললে যুবক OTP দেখতে চায়। (Pune Assault Case)</span></p> <p><span style="font-weight: 400;">দরজার পাল্লা খোলা রেখেই ভিতরে ফোন আনতে যান তরুণী। আর সেই সময়ই ভিতরে ঢুকে পড়ে অভিযুক্ত। তরুণীকে ধর্ষণ করে সে। ধর্ষণের পর তরুণীর মুখের উপর কিছু স্প্রে-ও করে অভিযুক্ত অভিযোগ। এতে ওই তরুণী জ্ঞান হারান। সেই সুযোগে পালিয়ে যায় যুবক। </span></p> <p><span style="font-weight: 400;">শুধু তাই নয়, পালিয়ে যাওয়ার আগে ওই যুবক তরুণীর ফোনও ব্যবহার করে বলে অভিযোগ। অচৈতন্য অবস্থায় নির্যাতিতা যখন পড়েছিল, ক্যামেরা চালু করে সেলফি তোলে। তার নীচে লিখে দেয়, ‘আমি আবার আসব’। </span></p> <p><span style="font-weight: 400;">এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ডেপুটি কমিশনার রাজকুমার শিন্ডে জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ধর্ষণ, নিগ্রহ, অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা দায়ে হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।</span></p> <p><span style="font-weight: 400;">ডেপুটি কমিশনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সন্ধে ৭.৩০ নাগাদ ব্যাঙ্কের খাম নিয়ে তরুণীর ফ্ল্যাটে পৌঁছয় অভিযুক্ত। OTP-র জন্য ফোন আনতে ভিতরে গিয়েছিলেন তরুণী। সেই সময় ওই যুবক ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তরুণীকে ধর্ষণ করে। </span></p> <p><span style="font-weight: 400;">তরুণীকে অচৈতন্য অবস্থাতেই উদ্ধার করা হয়। ফ্ল্যাটে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দলও পৌঁছয়। তরুণীর মুখে কী স্প্রে করা হয়েছিল, তা খতিয়ে দেখা হয়। তরুণীর ফোনে একটি সেলফি পাওয়ার কথা মেনেছেন ডেপুটি কমিশনার। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।</span></p>
from india https://ift.tt/FeJWCSM
via IFTTT
0 Comments