<p><strong>নয়াদিল্লি:</strong> 'পহেলগাঁওয়ে ২৬জনের মৃত্যু দায় কেন্দ্রের, অবশেষে মানলেন অমিত শাহ। অবশেষে ব্যর্থতার দায় স্বীকার, অমিত শাহের সততার বিরল মুহূর্ত', লোকসভায় <a title="অমিত শাহ" href="https://ift.tt/RCFTs5O" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>ের বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণে তৃণমূল।</p> <p>[yt]https://youtu.be/wSUt3IqBVEI?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'কালই কেন ?', বিরোধীদের প্রশ্নের পাল্টা প্রধানমন্ত্রী মোদি, 'অপারেশনের জন্য এবার কি শ্রাবণ মাসের সোমবার খুঁজতে হবে ?'" href="https://ift.tt/lKbUq0n" target="_self">'কালই কেন ?', বিরোধীদের প্রশ্নের পাল্টা প্রধানমন্ত্রী মোদি, 'অপারেশনের জন্য এবার কি শ্রাবণ মাসের সোমবার খুঁজতে হবে ?'</a></p> <p> পহেলগাঁওকাণ্ডে ব্যর্থতার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণে তৃণমূল। 'উরি, পুলওয়ামা থেকে রাজৌরি, বারবার ক্ষমার অযোগ্য ব্যর্থতা। কোনও শিক্ষা না নিয়ে বারবার ব্যর্থতা, পদে থাকার আর অধিকার আছে? আর পদে থাকার কোনও নৈতিক, সাংবিধানিক অধিকার কি আর আছে? পদত্যাগের দাবি এর কাছে এখন আর কিছুই নয়', তোপ তৃণমূলের। <br /><br /></p>
from india https://ift.tt/fWBAkU5
via IFTTT
0 Comments