Uttar Pradesh : মাথা ঘুরছিল, বিয়ের রাতে নববধূকে প্রেগনেন্সি টেস্ট কিট দিলেন বর ! তারপর যা হল...

<p><strong>রামপুর :</strong> বিয়ের রাতে নববধূকে প্রেগনেন্সি টেস্ট কিট দিলেন বর ! এই ঘটনাকে কেন্দ্র করে হুলস্থূল কাণ্ড বেঁধে গেল। বরের এহেন আচরণে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বাপেরবাড়িতে ফোন করেন ওই মহিলা। ফোন পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে চলে আসে পরিবার। রিপোর্ট অনুযায়ী, বিয়ের পর নতুন বাড়িতে এলে মাথা ঘোরা শুরু হয় নববধূর। যা নিয়ে সন্দেহ দানা বাঁধে স্বামীর মনে।</p> <p>খবর অনুযায়ী, কনেযাত্রী ফিরে যাওয়ার পর, সন্ধে থেকে মাথা ঘুরতে শুরু করে নববধূর। ক্লান্তি, গরম ও আর্দ্রতার কারণে এই সমস্যা হয়। কিন্তু, স্ত্রীর এই অবস্থা দেখে ভয় খেয়ে যান বর। কয়েকজন বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করেন তিনি। মজাচ্ছলে, তাঁরা বলেন, এটা অন্তঃসত্ত্বার লক্ষণ হতে পারে। এর জেরে আরও চিন্তিত হয়ে পড়েন বর। তার ভিত্তিতে ওই রাতেই কাছের একটি ওষুধের দোকান থেকে প্রেগন্যান্সি কিট নিয়ে আসেন তিনি। &nbsp;এরপর তিনি সেটা তাঁর নব বিবাহিতা স্ত্রীকে ব্যবহার করতে বলেন। স্বামীর এহেন আচরণ দেখে মেজাজ হারিয়ে ফেলেন নববধূ। সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে ঘটনার কথা জানান। শীঘ্রই মেয়ের বাড়ি চলে আসেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থূল বেঁধে যায়। উভয় পরিবার বাদানুবাদে জড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ এনিয়ে তর্কাতর্কি চলে।</p> <p>পরিস্থিতি আরও খাবার হওয়ার আগেই, ঘটনায় মধ্যস্থতা করেন কিছু গ্রামবাসী। তাঁরা পঞ্চায়েতে মিটিং ডাকেন। যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। শেষমেশ বর তাঁর ভুল হয়েছে বলে স্বীকার করে নেন। নববধূ এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেন। পঞ্চায়েতকে তিনি এই আশ্বাসও দেন যে, এরকম ব্যবহার আর কখনো করবেন না তিনি। উত্তরপ্রদেশের রামপুরের ঘটনা এটি।</p> <p>গত মাসে এই রামপুরেই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। এক যুবককে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে তাঁর নববধূর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের পর পরই এই ঘটনা শোরগোল ফেলে দেয়। ৩৫ বছর বয়সী নিহাল। পেশায় একজন রাঁধুনি। জীবনের সবচেয়ে সুখের দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । তখনই তাঁকে অপহরণ করা হয় এবং পরে একটি মাঠে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সন্দেহ করে যে, সাদ্দাম পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাদ্দাম কনে গুলফশানের প্রতিবেশী। তাঁরা সম্পর্কে ছিলেন এবং অন্য পুরুষের সঙ্গে তাঁর বিয়ে মেনে নিতে পারেননি সাদ্দাম।</p>

from india https://ift.tt/xM2KtEo
via IFTTT

Post a Comment

0 Comments