<p><strong>নয়াদিল্লি:</strong> রাজধানী দিল্লির বুকে ফের নারকীয় ঘটনা। এবার ছেলের বিরুদ্ধে মাকে ধর্ষণের অভিযোগ উঠল। ৬৫ বছর বয়সি মাকে তাঁর ৩৯ বছর বয়সি ছেলে দু'-দু'বার ধর্ষণ করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, অতীতে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ওই মহিলা। তাই 'শাস্তি'স্বরূপ মাকে ধর্ষণ করে প্রতিশোধ তোলে ওই যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। (Delhi News)</p> <p>নির্যাতনের শিকার মহিলা নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। ২৫ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে হজ কাজি থানায় যান ওই মহিলা। সেখানে ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মহিলার দাবি, সৌদি আরবে হজ সেরে দেশে ফিরেছিলেন তিনি। এর পরই ছেলে তাঁকে ধর্ষণ করে। (Mother Assaulted by Son)</p> <p>পুলিশ সূত্রে খবর, ওই মহিলার স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়েই হজ কাজি এলাকায় থাকেন মহিলা। তাঁর আর এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। গত ১৭ জুলাই স্বামী এবং ছোট মেয়ের সঙ্গে হজে গিয়েছিলেন নির্যাতিতা। সেই সময় ছেলে ফোন করে অবিলম্বে দেশে ফিরতে বলে তাঁদের। বাবাকে ফোন করে মাকে ডিভোর্স দেওয়ার জন্যও জোরাজুরি করে। </p> <p>ফোনে বাবাকে ওই যুবক জানায়, বহু বছর আগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান ওই মহিলা। তাই বাবার উচিত, এখনই বিবাহবিচ্ছেদের পথে এগনো। এ নিয়ে ঝামেলা বাধে পরিবারের সকলের মধ্যে। গত ১ অগাস্ট শেষ পর্যন্ত দেশে ফেরেন সকলে। ওই যুবক প্রথমেই মাকে ঘরে বন্দি করে। অভিযোগ, জোর করে মায়ের বোরখা খুলে নেয় ওই যুবক। নিদারুণ অত্যাচার চালায়, শেষ পর্যন্ত ধর্ষণ করে। </p> <p>পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, অত্যাচারের পাশাপাশি, তাঁকে অকথ্য ভাষায় আক্রমণ করে ছেলে। তাঁর জন্য ছোটবেলা নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ করে। ছেলের হাতে অত্যাচারিত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান ওই মহিলা। প্রথমে বড় মেয়ের বাড়িতে কিছুদিন ছিলেন। ১১ অগাস্ট বাড়ি ফিরে গেলে, নতুন করে অত্যাচার শুরু হয়। ওই দিন রাত ৯.৩০টা নাগাদ ছেলে একান্তে কথা বলতে চায়। কিন্তু এর পরও ঘরে বন্দি করে মহিলাকে মারধর করে সে। জানায়, 'অতীতের সম্পর্কে'র জন্য মাকে 'শাস্তি' দিচ্ছে সে। ১৪ অগাস্ট ফের মাকে ধর্ষণ করে। </p> <p>সহ্য করতে না পেরে ছোট মেয়েকে গোটা ঘটনা খুলে বলেন ওই মহিলা। মেয়েই আশ্বাস জোগান তাঁকে। সেই মতো পর দিন থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ অনুচ্ছেদের আওতায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।</p>
from india https://ift.tt/glh8pLQ
via IFTTT
0 Comments