<p><strong>নয়াদিল্লি :</strong> আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কার বৈঠকে কী হতে চলেছে, সেদিকে নজর ছিল গোটা বিশ্বের। নজর ছিল ভারতেরও। এবার এই বৈঠকের প্রশংসা করল ভারত। শান্তির খোঁজে উভয়ের নেতৃত্ব "অত্যন্ত প্রশংসনীয়" বলে মতামত দিল নয়াদিল্লি।</p> <p>এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, "আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কায় বৈঠকে বসাকে স্বাগত জানাচ্ছে ভারত। শান্তির সন্ধানে তাঁদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়।" রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে কূটনীতির গুরুত্বের কথা তুলে ধরে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়েছে, "এই সম্মেলনে অর্জিত অগ্রগতির প্রশংসা করে ভারত। কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই এগিয়ে যাওয়ার পথ তৈরি হতে পারে। বিশ্ব ইউক্রেনে সংঘাতের দ্রুত অবসান দেখতে চায়।</p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Statement by Official Spokesperson⬇️<br />🔗 <a href="https://t.co/JqRCJGLFcD">https://t.co/JqRCJGLFcD</a> <a href="https://t.co/v8OFmoUSKs">pic.twitter.com/v8OFmoUSKs</a></p> — Randhir Jaiswal (@MEAIndia) <a href="https://twitter.com/MEAIndia/status/1956665702753993149?ref_src=twsrc%5Etfw">August 16, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p> </p> <p> </p>
from india https://ift.tt/5Ib24UE
via IFTTT
0 Comments