<p><strong>নয়াদিল্লি:</strong> বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। যদিও বিরোধীদের তোলা 'ভোট চুরি' থেকে যাবতীয় ষড়যন্ত্রের অভিযোগ ওড়ালেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 'বিহারের ভোটাররা পাশে আছে', কমিশনের উপর বিরোধীদের তোলা প্রশ্নের দিলেন জবাব। দৃঢ় কণ্ঠে বলেন, 'নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয়, নির্বাচন কমিশনের কাছে সবাই সমান।' অভিযোগ অস্বীকার করে বলেছেন, 'হলফনামা দিতে হবে অথবা দেশের কাছে ক্ষমা চাইতে হবে। তৃতীয় বিকল্প নেই।'</p> <p>[yt]https://youtu.be/BkXGRnBu8-I?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="NDA-র উপরাষ্ট্রপতি প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে 'অভিনন্দন', এক্স হ্যান্ডেলে কী লিখলেন মোদি-শাহ-নাইডু ?" href="https://ift.tt/HUojYeP" target="_self">NDA-র উপরাষ্ট্রপতি প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে 'অভিনন্দন', এক্স হ্যান্ডেলে কী লিখলেন মোদি-শাহ-নাইডু ?</a></p> <p>মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'যখন নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে, ভারতের ভোটারদের নিশানা করে, রাজনীতি করা হয়, আজ নির্বাচন কমিশন সকলের সামনে স্পষ্ট করতে চায়, নির্বাচন কমিশন নির্ভয়ে সব গরিব, ধনী, বয়স্ক, মহিলা, যুবক সব সর্বস্তরের ও সব ধর্মের ভোটারদের সঙ্গে কোনও ভেদাভেদ না করে পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে। গত দুই বছর ধরেই প্রায় সব দলই ভোটার তালিকায় সংশোধনের দাবি জানিয়ে এসেছে। এই কারণেই নির্বাচন কমিশন, বিহারে বিশেষ সংশোধন শুরু করেছে।'</p> <p> </p>
from india https://ift.tt/mkUvN4E
via IFTTT
0 Comments