Rahul Gandhi: 'শুধু আমাকেই চাওয়া হচ্ছে, BJP-কেও কেন নয় ?' হলফনামা দাবি ঘিরে পাল্টা কমিশনকে প্রশ্ন রাহুলের

<p><strong>সাসারাম :</strong> ভোট চুরির অভিযোগ তোলায় শুধুই তাঁকেই কেন হলফনামা জমা দিতে বলা হল, কেন বিজেপি নেতাদের কাছেও একই জিনিস চাওয়া হল না ? এবার নির্বাচন কমিশনের উদ্দেশে পাল্টা এই প্রশ্ন ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাসারামে 'ভোটাধিকার যাত্রা' থেকে এই প্রশ্ন তোলেন তিনি। রাহুলের কথায়, "ভোট চুরি নিয়ে আমি যখন সাংবাদিক বৈঠক করলাম, নির্বাচন কমিশন তখন আমাকে হলফনামা জমা দিতে বলল। কিন্তু, বিজেপি নেতারা যখন কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করলেন, তাঁদের কাছ থেকে কোনও হলফনামা চাওয়া হল না। কমিশন বলছে, 'আপনার তথ্য সঠিক তা হলফনামা দিয়ে বলুন।' এই তথ্য নির্বাচন কমিশনেরই। আমাকে কেন হলফনামা জমা দিতে বলা হচ্ছে ?"&nbsp;</p> <p>নির্বাচনমুখী রাজ্যের ২০টিরও বেশি জেলা জুড়ে তাঁর ১,৩০০ কিলোমিটার যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিহারের সাসারামে জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল অভিযোগ করেন যে, বিজেপি দেশব্যাপী নির্বাচনে কারসাজি করার চেষ্টা করছে। রাহুল বলেন, "আমি এই মঞ্চ থেকে আপনাদের বলছি যে সারা দেশে বিধানসভা এবং লোকসভা নির্বাচন চুরি হচ্ছে। তাদের সর্বশেষ ষড়যন্ত্র হল বিহারে বিশেষ নিবিড় সংশোধন (SIR) পরিচালনা করা এবং এখানেও নির্বাচন চুরি করা। আমরা সকলেই একত্রিত হয়েছি যাতে এটা না ঘটে।"</p> <p>বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। প্রতিবাদে এককাট্টা বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে বিরোধী দলের ভোটারদের নাম কেটে এবং ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপিকে জেতাতে চাইছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটেই রবিবার সাংবাদিক বৈঠক করে, বিরোধীদের পাল্টা জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, "নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয়, নির্বাচন কমিশনের কাছে সবাই সমান।"</p> <p>দেশজোড়া বিতর্কের আবহে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম দফার শেষে বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম ! এখনও পর্যন্ত বিহারে ভোটার তালিকায় ২১ লক্ষ মৃতের হদিশ মিলেছে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এমনকী নির্বাচন কমিশনের তথ্যকে ভুল প্রমাণ করতে, ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত, এমন কয়েকজনকে <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/GW9BnYI" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>েও হাজির করা হয়েছে। যদিও ভোটার তালিকার বিশেষ সংশোধনে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে বলেও দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার।</p> <p>তবে যেভাবে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন চলছে, সেভাবেই যে গোটা দেশে একই কাজ করা হবে, তা আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/FXx0eTq
via IFTTT

Post a Comment

0 Comments