<p><strong>নয়াদিল্লি :</strong> প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে বাধ্য করা হয়েছে দিল্লি পুর নিগমের কর্মীদের। বিজেপির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল আম আদমি পার্টি। এজন্য সাফাই ও অন্যান্য কর্মীদের রবিবারের ছুটি বাতিল করা হয়েছে এবং সভায় যোগ না দিলে তাঁদের সাসপেন্ড এমনকী চাকরি থেকে ছাঁটাইয়েরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। AAP Allegation </p> <p>প্রধানমন্ত্রী মোদি রোহিণীতে এক জনসভায় ভাষণ দেন, দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং নগর সম্প্রসারণ সড়ক-II (UER-II) উদ্বোধন করেন। প্রায় ১১,০০০ কোটি টাকা মূল্যের প্রকল্প। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদি একটি জনসভায় ভাষণ দেন। AAP তাদের অভিযোগের স্বপক্ষে সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে। একটি ক্লিপে, এক ব্যক্তিকে অভিযোগ করতে শোনা যায়, "তুঘলকি নির্দেশ জারি করে তাঁদের বলা হয়েছে যাঁরা সভায় যাবেন না তাঁদের দিল্লি পুর নিগমের তরফে ছাঁটাই করা হবে, অথবা সাসপেন্ড করা হবে। পুর নিগমে সাফাইকর্মীদের সঙ্গে আজ এই ধরনের হুঁশিয়ারি ও গুণ্ডাগিরি করছে দিল্লির বিজেপি সরকার।" PM Narendra Modi Rally</p> <p>আরেকটি ভিডিওতে একজন স্যানিটেশন কর্মীকে বর্ণনা করতে দেখা গেছে যে ব্যক্তিগত পারিবারিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কীভাবে তাঁকে উপস্থিত থাকতে বাধ্য করা হয়েছে। তিনি দাবি করেন যে, কর্মীদের "চাপের মধ্যে বসিয়ে রাখা হয়েছিল" এবং আদেশ অমান্য করার বিরুদ্ধে সতর্ক করা হয়।</p> <p>দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া এই পদক্ষেপকে শিক্ষকদের অপমান বলে অভিহিত করেন। তিনি বলেন, "সরকারি নির্দেশে দিল্লিতে শিক্ষকদের মোদিজির সমাবেশে হাততালি দিতে পাঠানো বিজেপির শিক্ষকদের প্রতি চরম অপমান। শিক্ষকরা দেশ-নির্মাতা, সমাবেশে যোগ দেওয়ার জনতা নন।" তিনি বিজেপির দৃষ্টিভঙ্গির সঙ্গে AAP সরকারের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ফিনল্যান্ড এবং কেমব্রিজে পাঠানোর রেকর্ডের তুলনা করে অভিযোগ করেন যে, ক্ষমতাসীন দল "তাঁদের কেবল হাততালি দেওয়ার" জন্য রেখেছে।</p> <p>AAP-এর রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজ এক সংবাদ বৈঠকে দাবি করেছেন যে, কর্মীদের উপস্থিত থাকার জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি বলেন, "বিজেপি কর্মীদের অভাব পূরণের জন্য, এমসিডি এবং অন্যান্য বিভাগের কর্মীদের চাপ দেওয়া হয়েছে এবং সমাবেশস্থলে পাঠানো হয়েছে।"</p> <p>তিনি আরও অভিযোগ করেন যে, স্যানিটেশন কর্মী, ম্যালেরিয়া বিভাগের কর্মী, লাইসেন্সপ্রাপ্ত শাখার কর্মচারী এবং এমসিডি স্কুলের শিক্ষকদের বাসে করে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়েছিল।</p>
from india https://ift.tt/0iHEVqN
via IFTTT
0 Comments