<p><strong>ব্রতদীপ ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : </strong>ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল গত কয়েকদিনে। পশ্চিমবঙ্গেও তোড়জোড় চলছে চরমে। এই আবহে, সোমবার ভোটার তালিকায় বিশেষ সংশোধনে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 'ভোট চুরি' বিতর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশেও দাঁড়ালেন তিনি। যা ঘিরে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।</p> <p>[yt]https://youtu.be/apNljHYoadg?feature=shared[/yt]</p> <p><a title="আরও পড়ুন, মহাকাশের 'অজানা কথা' মোদিকে জানালেন শুভাংশু, সাক্ষাতের পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট</p><p> </p>" href="https://ift.tt/CYN5hxl" target="_self">আরও পড়ুন, মহাকাশের 'অজানা কথা' মোদিকে জানালেন শুভাংশু, সাক্ষাতের পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট</a></p> <p>তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, গা জোয়ারি করে একটা মানুষের নামও বাদ দেয় তাহলে ১ লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নো SIR, নো ইলেকশন। তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে, SIR তত দীর্ঘায়িত হবে। তার ফল কী হতে পারে, আমি আর বলছি না।' হুঙ্কারের পাল্টা হুঁশিয়ারি!চ্য়ালেঞ্জের পাল্টা চ্য়ালেঞ্জ! বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ নাম!পশ্চিমবঙ্গে এই বিশেষ সংশোধন শুরুর আগেই তরজার পারদ সপ্তমে। এই আবহে সোমবার ফের হুঁশিয়ারি শোনা গেল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে। </p> <p> অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'বাংলা থেকে যদি এরা একটা মানুষেরও মৌলিক অধিকার কাড়তে চায় বা জোর জবরদস্তি, গা জোয়ারি করে একটা মানুষের নামও বাদ দেয় তাহলে ১ লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কী যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব।' সম্প্রতি, নথি দেখিয়ে নির্বাচন কমিশন ও বিজেপি-র আঁতাঁতে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।</p> <p>রবিবার, বিহারে, 'ভোটার অধিকার যাত্রা' থেকেও, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের একই অভিযোগ তোলেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, 'স্পষ্ট দেখিয়ে দিয়েছি, নির্বাচন কমিশন কীভাবে চুরি করছে, এবার আমরা এই চুরি করতে দেব না।' পাল্টা সাংবাদিক বৈঠক করে চ্য়ালেঞ্জ ছুড়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'হলফনামা দিতে হবে, নাহলে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, তৃতীয় কোনও বিকল্প নেই, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, ৭ দিনের মধ্যে যদি হলফনামা না দেওয়া হয়, তার অর্থ সব অভিযোগ মিথ্যে।' </p> <p>সোমবার, কার্যত রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে, নির্বাচন কমিশনের উদ্দেশে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/MaHX5yo" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a> বলেন, 'হলফনামা দেবে কেন? দায় তো নির্বাচন কমিশনের। বিহারে যে SIR করছে এবং এই যে ৬৫ লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে যে হলফনামা দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামীদিন কোথাও থাকে, চিফ ইলেকশন কমিশনার পদত্য়াগ করবে। তারা হলফনামা দিক। ২৪ ঘণ্টার মধ্য়ে রাজনৈতিক দলগুলো হলফনামা দেবে। তাদের তো হলফনামা দেওয়ার ক্ষমতা নেই।' </p> <p><a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/8YHKmZD" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a> বলেন, অভিষেক বলেছে, নির্বাচন কমিশন কিছু উত্তর দিতে পারছেন না। কেউ কিছু বোঝে না ও সব বোঝে। SIR হবেই।রোহিঙ্গাদের নাম বাদ যাবেই। সোমবার, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভে ফের উত্তাল হয় সংসদ চত্বর।</p>
from india https://ift.tt/XPtTODq
via IFTTT
0 Comments