India-US Relations: ‘আমেরিকার এমন প্রেসিডেন্ট…’, শুল্ক নিয়ে ট্রাম্পকে নিশানা জয়শঙ্করের, সমস্যা রয়েছে মানলেন

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পের হাতে আমেরিকার এখনকার বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। তাঁর মতে, আমেরিকার কোনও প্রেসিডেন্টকে প্রকাশ্যে বিদেশনীতি পরিচালনা করতে দেখা যায়নি এর আগে। (S Jaishankar on Donald Trump)</span></p> <p><span style="font-weight: 400;">একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেখানে আমেরিকা এবং ভারতের বর্তমান সমীকরণের কথা উঠলে জয়শঙ্কর বলেন, &ldquo;শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়&hellip;গোটা দুনিয়ার সঙ্গে ট্রাম্পের যে আচরণ, এমনকি নিজের দেশের প্রতি তাঁর যে আচরণ, তা আমেরিকার প্রচলিত রীতি থেকে অনেকটাই সরে এসেছে। যে কোনও দেশের বিদেশমন্ত্রী এই মুহূর্তে একই কথা বলবেন।&rdquo; (India-US Relations)</span></p> <p><span style="font-weight: 400;">দ্বিতীয় দফায় আমেরিকার মসনদে ফেরার পর থেকে ভারতের প্রতি ট্রাম্পের আচরণে আমূল পরিবর্তন দেখা গিয়েছে। পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত পরিস্থিতি দেখা দেয়, তা মেটানোর কৃতিত্বও বার বার দাবি করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে আমেরিকার কোনও ভূমিকা নেই বলে দাবি করলেন জয়শঙ্কর। তাঁর বক্তব্য, &ldquo;ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্য়স্থতার ক্ষেত্রে, ১৯৭০ সাল থেকে গত ৫০ বছর ধরে ভারতের অবস্থান একই থেকেছে। পাকিস্তানের ক্ষেত্রে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করব না আমরা।&rdquo;</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Speaking with <a href="https://twitter.com/pranabsamanta?ref_src=twsrc%5Etfw">@pranabsamanta</a> at the <a href="https://twitter.com/hashtag/ETWorldLeadersForum?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETWorldLeadersForum</a><a href="https://twitter.com/EconomicTimes?ref_src=twsrc%5Etfw">@EconomicTimes</a> <br /><a href="https://t.co/6rSbrBqRCI">https://t.co/6rSbrBqRCI</a></p> &mdash; Dr. S. Jaishankar (@DrSJaishankar) <a href="https://twitter.com/DrSJaishankar/status/1959141653039493163?ref_src=twsrc%5Etfw">August 23, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">কিন্তু ভারতের উপর যেভাবে দু&rsquo;দফায় ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প, তাতে দেশের কৃষক, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও জয়শঙ্করের বক্তব্য, &ldquo;ব্যবসা-বাণিজ্য হোক বা কৃষকদের স্বার্থ, দেশের কৌশলী স্বতন্ত্র অবস্থান হোক বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, আমাদের সরকারের অবস্থান স্পষ্ট। আমাদের সঙ্গে মতবিরোধ হলে ভারতকে বলে দিন যে কৃষকদের স্বার্থ রক্ষার্থে প্রস্তুত নন আপনারা। বলে দিন যে আমাদের স্বতন্ত্র অবস্থানের কোনও মূল্য নেই আপনাদের কাছে।&rdquo;&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">রাশিয়ার থেকে তেল কেনার জন্য যে &lsquo;শুল্ক শাস্তি&rsquo; চাপিয়েছেন ট্রাম্প, তা নিয়ে জয়শঙ্কর বলেন, &ldquo;কিছু সমস্যা তো রয়েইছি। আড়াল করার কিছু নেই। আগে সমস্যা ছিল না এমন নয়। জর্জ বুশের সময়ও সমস্যা ছিল। বারাক ওবামার সময় চিন নিয়েও সমস্যা ছিল আমাদের মধ্য়ে।&rdquo; কিন্তু যেভাবে প্রকাশ্যে ভারতকে আক্রমণ করেছেন ট্রাম্প, তাঁর সহযোগীরা যেভাবে ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন, তা আগে কখনও চোখে পড়েনি। রাশিয়ার থেকে তেল কিনে ভারতীয় সংস্থাগুলি অন্যত্র তা বিক্রি করে মুনাফা লুটছে বলেও অভিযোগ করেছে আমেরিকা। সেই নিয়ে প্রশ্ন করলে জয়শঙ্কর বলেন, &ldquo;যারা ব্যবসায়ী মনস্ক আমেরিকার সঙ্গে কাজ করছে, তারাই অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছে। ভারতের থেকে তেল বা পেট্রোপণ্য কেনায় সমস্যা থাকলে কিনতে হবে না। কেউ জোর করছে না। ইউরোপ কিনছে, আমেরিকা কিনছে। পছন্দ না হলে কিনবেন না!&rdquo;</span></p> <p><span style="font-weight: 400;">জয়শঙ্কর জানিয়েছেন, জো বাইডেনের সময়ও তেল কেনা নিয়ে সমস্যা ছিল। দরাদরিও হয় বিস্তর। আপত্তি থাকলে দরাদরি হল কী করে, প্রশ্ন তুলেছেন তিনি। জানুয়ারি মাসের পর থেকে ট্রাম্প সরকারের সঙ্গে এ নিয়ে কোনও কথাও হয়নি বলে দাবি জয়শঙ্করের। কিন্তু ট্রাম্প সরকার সরাসরি ভারতের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে মদত জোগানোর অভিযোগ করছে। সেই নিয়ে জয়শঙ্কর বলেন, &ldquo;তেল কেনাতে সমস্যা বলে দেখানো হচ্ছে। ভারতকে আক্রমণ করা হলেও, বৃহত্তম তেল আমদানিকারী দেশ চিনকে আক্রমণ করা হচ্ছে না। সবচেয়ে বেশি LNG আমদানি করে ইউরোপ। তাদেরও কিছু বলা হচ্ছে না। বলা হচ্ছে, আমরা যুদ্ধে মদত জোগাচ্ছি, পুতিনকে টাকা জোগাচ্ছি। কিন্তু ইউরোপ বা আমেরিকার টাকা কি যাচ্ছে না রাশিয়ার কাছে? রাশিয়া এবং ইউরোপের মধ্যে ব্যবসা অনেক বেশি। ভারত থেকে রাশিয়ার রফতানি বেড়েছে অবশ্যই, কিন্তু ২০২২ সালের পর থেকে অন্য দেশ থেকেও রফতানি বেড়েছে। আমি একটা কথাই বলব, দেশের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে আমাদের।&rdquo;&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">২৭ অগাস্ট থেকে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা। কিন্তু এখনও বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন জয়শঙ্কর।</span></p>

from india https://ift.tt/ycIs3O4
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা