<p>সমীরণ পাল, বেলঘরিয়া: বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর। কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। রাস্তায় ৬ জনকে মদ্য়পান করতে দেখে প্রতিবাদ শিক্ষকের। ৫ থেকে ৬ জন শিক্ষকের উপর হামলা চালায়। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের শিক্ষকের পরিবারের। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। সিসিটিভি ফুটেজে শিক্ষককে মারধর করতে দেখা যাচ্ছে এক মহিলাকে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় যথেষ্ট পরিচিত আক্রান্ত ব্যক্তি। তিনি পেশায় গৃহশিক্ষক। আঁকা শেখান। ভোরবেল রাস্তায় বসে মদ্যপান করায় প্রতিবাদ করেছেন বলে বেধড়ক মারধর করা হয়েছে ওই ব্যক্তিকে। স্বভাবতই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। </p> <p> </p>
from india https://ift.tt/RVmTGB3
via IFTTT
0 Comments