Uttarakhand Chamoli Cloudburst: একমাসে দ্বিতীয়বার, মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডের চামোলিতে, নিশ্চিহ্ন একাধিক গ্রাম

<p><strong>সুকান্ত মুখোপাধ্যায়, চামোলি, উত্তরাখণ্ড :</strong> একমাসে দ্বিতীয়বার। ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে। গত ৫ অগস্ট হড়পা বানে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রাম। আর এবার মেঘ ভাঙা বৃষ্টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ডের চামোলি জেলার থরালি তহসিল। মেঘ ভাঙা বৃষ্টিতে ভেঙে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। গাড়ি ভেসে গিয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ের ঢাল বেয়ে নামছে কাদা, পাথরের স্রোত। সেই ধ্বংসস্তূপের নীচেই চাপা পড়েছে প্রচুর বাড়িঘর। নিখোঁজ রয়েছেন অনেকেই।&nbsp;</p> <p>৫ অগস্ট একসঙ্গে তিনটি গ্রামে হড়পা বান আসে। তার মধ্যে ছিল গঙ্গোত্রী থেকে ৩০০ কিলোমিটার নীচের ধরালি গ্রাম। সেখানে ক্ষীরগঙ্গা নদীতে আচমকাই এসেছিল হড়পা বান। তার জেরে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ধরালি গ্রাম। ধরালির বিপর্যয়ের ২-৩ মিনিটের মধ্যেই নীচের আরও দু'টি গ্রামে হড়পা বান আসে। এর মধ্যে ছিল হরসিল। সেখানে ভারতীয় সেনাবাহিনীর একটি বেস ক্যাম্প ভেসে গিয়েছিল। ১১ জন সেনা জওয়ান এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। এছাড়াও ৫ অগস্ট হড়পা বান হয়েছিল সুখিটপ গ্রামেও। এই গ্রামও প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।&nbsp;</p> <p>এবার মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে উত্তরকাশীর ধরালি থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত চামোলি জেলার থরালি গ্রামে। এই গ্রামও ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত। উত্তরাখণ্ডে যে চারধাম রয়েছে, যেখানে পর্যটকদের আনাগোনা থাকে, তার মধ্যে বদ্রীনাথ পড়ে এই চামোলি জেলায়। থরালি গ্রাম দিয়েই যেতে হয় বদ্রীনাথে। এর মধ্যেই গিয়েছে পর্যটকদের একটি দল। তার মধ্যেই এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ হয়েছেন অনেকেই। কতজন নিখোঁজ তার সরকারি হিসেব প্রকাশ করেনি প্রশাসন। তবে শোনা যাচ্ছে, থরালি-সহ আশপাশের বেশ কয়েকট গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। থরালি তহসিল কমপ্লেক্স ধ্বংস হয়ে গিয়েছে। মূল শহরের সঙ্গে থরালিকে যুক্ত করছে এমন একাধিক রাস্তা ভেঙে গিয়েছে। পুরোদমে চলছে উদ্ধারকাজ। এনডিআরএফ, এসডিআরএফ- এর সঙ্গে রয়েছে সেনার চপার। ভেঙে যাওয়া রাস্তা মেরামতের কাজও শুরু হয়ে গিয়েছে।&nbsp;</p> <p>থরালি ছাড়াও মেঘ ভাঙা বৃষ্টিতে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন চেপদাও গ্রাম, সাগোওয়ারা গ্রাম। থরালি তহসিল মার্কেটের দোতলার কার পার্কিং থেকে গাড়ি ভেসে গিয়েছে। থরালি-গোয়ালধাম রোড, থরালি-সারগোওয়ারা রুট পুরোপুরি বন্ধ। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে থরালি গ্রাম। বর্ডার রোড অর্গানাইজেশন বিভিন্ন ভাঙা রাস্তা মেরামতের এবং ভেঙে যাওয়া ব্রিজ মেরামতের কাজ শুরু করে দিয়েছে। হেলিকপ্টারে করে ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। খারাপ আবহাওয়ায় দুর্গতদের উদ্ধার করাই এখন মূল চ্যালেঞ্জ।&nbsp;</p>

from india https://ift.tt/OzoIL3Q
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা