Jammu Kashmir Cloudburst: জম্মু-কাশ্মীরের রামবান ও রিয়াসিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ! মেঘভাঙা বৃষ্টি, ধসে বিপর্যস্ত জনজীবন

<p>Jammu Kashmir Cloudburst:&nbsp;জম্মু ও কাশ্মীরের রিয়াসি এবং রামবান জেলায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি। ভারী বৃষ্টি এবং ধসের কারণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, তাঁদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। রিয়াসি জেলার মাহোর এলাকায় ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। সেখানকার বাদ্দার গ্রামে নাজির আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে আচমকা ধস নামে। বছর ৩৮- এর নাজির পুরো পরিবার সমেত সারা রাত আটকে ছিলেন ওই বাড়ির ধ্বংসাবশেষেই। পরে উদ্ধারকারী দল গিয়ে নাজির এবং তাঁর স্ত্রী ও পাঁচ সন্তানের দেহ উদ্ধার করেছে কাদা-পাথরের স্তূপের তলা থেকে। জানা গিয়েছে, নাজিরের পাঁচ সন্তানের বয়স ৫ থেকে ১৩ বছরের মধ্যে।&nbsp;</p> <p>অন্যদিকে, রামবান জেলার রাজগড় গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান এসেছে এবং ধসও নেমেছে এই এলাকায়। শোনা যাচ্ছে, পাঁচজন লোক তলিয়ে গিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একের পর এক বাড়ি। ভেসে যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। আরেক নিখোঁজ ব্যক্তির খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। বিগত কয়েকদিন ধরেই এই এলাকায় প্রাকৃতিক বিপর্যয় চলছে। তার জেরে এর মধ্যেই অন্তত ১৬০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অনেকেই তীর্থযাত্রী।&nbsp;</p> <p>শুধু মানুষ প্রাণ হারিয়েছেন তাই নয়, প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে পরিকাঠামোর। ভেঙে গিয়েছে রাস্তাঘাট। ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। জম্মুর কাটরা থেকে দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে ৫দিন ধরে। এর পাশাপাশি শ্রীনগর-জম্মু জাতীয় সড়কও বন্ধ রয়েছে। এই জাতীয় সড়ক একাধিক জায়গায় সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরের সঙ্গে সংযুক্ত মূল রাস্তা কবে খুলবে তা এখনও স্পষ্ট নয়।&nbsp;</p> <p>শনিবার এবং রবিবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি রয়েছে পুঞ্চ, কিশতোয়ার, জম্মু, রামবান এবং উধমপুর জেলায়। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই ইঙ্গিত রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জম্মুর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৩০ অগস্ট পর্যন্ত। বিগত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টি। একাধিক নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উপত্যকার বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক গুরুত্বপূর্ণ সড়কপথের উপর। তার ফলে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।&nbsp;</p>

from india https://ift.tt/OnBw7pN
via IFTTT

Post a Comment

0 Comments

Intercaste Relationship: 'নিচু জাতের' ছেলের সঙ্গে মেয়ের প্রেম, শ্বাসরোধ করে খুন করল বাবা, আত্মহত্যা বলে চালাতে মুখে ঢেলে দিল কীটনাশক