<p><strong>নয়াদিল্লি: </strong>আজ ৭৯ তম স্বাধীনতা দিবস, লালকেল্লায় গিয়ে পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। দেশকে আত্মনির্ভর হওয়ার কাজে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন নরেন্দ্র মোদি। 'ভারত সমুদ্রমন্থনের পথে এগোচ্ছে' , স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর। </p> <p>[yt]https://youtu.be/vg9FIyiEkWw?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" 'পরমাণু হামলার হুমকি এবার আর সহ্য করবে না ভারত..', স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মুখে 'অপারেশন সিঁদুর'" href="https://ift.tt/DzhJ73E" target="_self"> 'পরমাণু হামলার হুমকি এবার আর সহ্য করবে না ভারত..', স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মুখে 'অপারেশন সিঁদুর'</a></p> <p> তিনি বলেন, 'আমরা এখন আত্মনির্ভর হওয়ার পথে কাজ করে চলেছি। দেশকে বিকশিত ভারত প্রস্তুত করার জন্য, আমরা এবার সমুদ্রমন্থনের পথে এগোচ্ছি। আমাদের সমুদ্রের মন্থনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমুদ্রের ভিতরের তেলের ভান্ডার, গ্যাসের ভান্ডার, অনুসন্ধানের মিশন চালু করতে চলেছি। আর এই জন্য ভারত, ন্যাশনাল ডিপ ওয়াটার, এক্সপ্লোরেশন মিশন, শুরু করতে চলেছে। আত্মনির্ভর হওয়ার জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা। আমার প্রিয় দেশবাসী, আজ গোটা বিশ্ব, ক্রিটিক্যাল মিনারেলকে নিয়ে খুবই সতর্ক হয়ে গিয়েছে।...গতকাল অবধিও যাতে কারও নজর ছিল না, আজ উৎসাহী হয়ে পড়েছে।' </p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/xhP7bR3
via IFTTT
0 Comments