<p><strong>কলকাতা:</strong> নবান্ন অভিযানে ধুন্ধুমার, গ্রেফতার আরও ১। পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১ । খড়দার নতুন পাড়া এলাকা থেকে গ্রেফতার নীতীশ সিংহ। ভিডিওয় ওই যুবককে এক পুলিশকর্মীকে মারধর করতে দেখা গিয়েছে, দাবি পুলিশের। আগেই নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি নেতা। গ্রেফতার মানসচন্দ্র সাহা নৈহাটি ২ নম্বর মণ্ডলের সহ সভাপতি। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগে গ্রেফতার <a title="অর্জুন সিং" href="https://ift.tt/Twy0EDq" data-type="interlinkingkeywords">অর্জুন সিং</a>য়ের ঘনিষ্ঠ চন্দন গুপ্ত। জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত বিজেপির ভাটপাড়া ২ নম্বর মণ্ডলের সম্পাদক। নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩। </p> <p>[yt]https://youtu.be/vg9FIyiEkWw?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="রেডরোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী" href="https://ift.tt/wncJtpZ" target="_self">রেডরোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/E8WvZJQ
via IFTTT
0 Comments