<p><strong>নয়াদিল্লি :</strong> "কৃষক ও মৎস্যজীবীরা আমাদের অগ্রাধিকার। দেশের কৃষকদের স্বার্থের প্রশ্নে কোনও আপোস করবে না ভারত। কারণ, তাঁরা দেশকে 'স্বয়ং-সম্পূর্ণ' করে তোলেন।" বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। "এক্ষেত্রে দেওয়ালের মতো দাঁড়িয়ে আছেন তিনি," স্বাধীনতা দিবসের ভাষণে (Independence Day Speech) এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 'আত্মনির্ভর ভারত' নিয়ে সরকারের উদ্যোগ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া বিপর্যয়ের কারণ। আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের অবশ্যই স্বাবলম্বী হতে হবে।"</p> <p>গত সপ্তাহেও প্রধানমন্ত্রী বলেছিলেন যে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে প্রস্তুত। প্রসঙ্গত, মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য দেশীয় বাজার উন্মুক্ত করার ক্ষেত্রে ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে না ভারত। ভারতের এহেন অবস্থানের কারণে বাণিজ্য চুক্তি আটকে আছে। পাঁচ দফা আলোচনার পর উভয় দেশের মধ্যে আলোচনা ভেস্তে যায়। এই অচলাবস্থার মধ্যে, ট্রাম্প ভারতের উপর ২৫% শুল্ক আরোপ করেন। নয়াদিল্লির রাশিয়ান তেল কেনার কারণে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, ইউক্রেনে মস্কোর যুদ্ধকে টিকিয়ে রাখতে কাজে আসছে ভারতের এই তেল ক্রয়।</p> <p>এই পরিস্থিতিতে এদিন প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কৃষিক্ষেত্রে, সরকার প্রায় ১০০টি জেলা চিহ্নিত করেছে যেখানে কৃষকদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন। "তাঁদের শক্তিশালী করার জন্য, আমরা প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা শুরু করেছি", বলেন প্রধানমন্ত্রী। তাঁর সংযোজন, "আমরা জানি যে আমাদের জ্বালানি চাহিদা মেটাতে আমরা অনেক দেশের উপর নির্ভরশীল। কিন্তু সত্যিকার অর্থে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হলে আমাদের জ্বালানি স্বাধীনতা অর্জন করতে হবে। গত ১১ বছরে, আমাদের সৌরশক্তির ক্ষমতা ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে... বর্তমানে দশটি নতুন পারমাণবিক চুল্লি চালু রয়েছে। ভারত যখন স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন আমরা আমাদের পারমাণবিক শক্তির ক্ষমতা দশগুণ বৃদ্ধি করার লক্ষ্য রাখি।"</p> <p>এর পাশাপাশি শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের যুবশক্তির জন্য বড় ঘোষণা করলেন। জানালেন, খুব শিগগিরি ভারতের যুবশক্তি পেতে চলেছে "প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা" (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) । বেসরকারি খাতে যাঁরা প্রথম চাকরি পাবেন, তাঁরা কেন্দ্র থেকে পাবেন ১৫,০০০ টাকা ! এদিন প্রধানমন্ত্রী বলেন, ১ লক্ষ কোটি টাকার এই প্রকল্পটি অবিলম্বে কার্যকর হবে। তিনি বলেন, এই প্রকল্পের ফলে ৩.৫ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।</p>
from india https://ift.tt/BTSgViJ
via IFTTT
0 Comments