PM Modi On Independence Day 2025: 'পরমাণু হামলার হুমকি এবার আর সহ্য করবে না ভারত..', স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মুখে 'অপারেশন সিঁদুর'

<p><strong>নয়াদিল্লি:</strong> আজ ৭৯ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ৭৮ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। লালকেল্লায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, শত্রুদের কল্পনাতীত সাজা দিয়েছে ভারতীয় সেনা। ধর্ম জেনে বেছে বেছে স্ত্রী, সন্তানের সামনে খুন করেছিল জঙ্গিরা। ডেরায় ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনারা।&nbsp;&nbsp;</p> <p>[yt]https://youtu.be/vg9FIyiEkWw?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="আজ স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে কী বার্তা প্রধানমন্ত্রীর? কলকাতায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী" href="https://ift.tt/4uhSomR" target="_self">আজ স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে কী বার্তা প্রধানমন্ত্রীর? কলকাতায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী</a></p> <p>মোদি বলেন, আমাদের দেশ দীর্ঘ বহু বছর ধরে সন্ত্রাসকে সহ্য করে এসেছে। ..তবে এখন সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের, আমরা এবার আলাদা আলাদা মোটেই ভাবব না। ওরা মানবতার বিরুদ্ধে শত্রু। তাঁদের মধ্যে কোনও ফারাক নেই। ভারত এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই পরমাণু হামলার হুমকি এবার আর আমরা মেনে নেব না। অনেকদিন ধরে এই ব্ল্যাকমেল চলছে। এবার আর মেনে নেওয়া হবে না। যদি এরপরেও শত্রুরা অপরাধ জারি রাখে, তাহলে এবার আমাদের সেনারাই ঠিক করবে। ..সন্ত্রাস চালালে কড়া জবাব দেওয়া হবে।'</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/DzhJ73E
via IFTTT

Post a Comment

0 Comments