Priya Marathe Dies: প্রয়াত ‘পবিত্র রিশতা’ খ্যাত অভিনেত্রী, মাত্র ৩৮ বছর বয়সে সব শেষ, জিতে গেল ক্যান্সার

<p><strong>মুম্বই:</strong> প্রয়াত অভিনেত্রী প্রিয়া মারাঠে। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু অভিনত্রীর। গত একবছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মারণ রোগ কাবু করে ফেলল তাঁকে। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ প্রিয়া। সোশ্য়াল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা অনেক। কিন্তু তিনি যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তা টের পাননি কেউ। (Priya Marathe Dies)</p> <p>একাধিক হিন্দি ও মারাঠি সিরিয়ালে অভিনয় করেছেন প্রিয়া, যার মধ্যে উল্লেখযোগ্য 'কসম সে', 'পবিত্র রিশতা'। পাশাপাশি, কৌতুকাভিনেত্রী হিসেবেও জনপ্রিয় হয়ে ওঠেন। জানা গিয়েছে, গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন প্রিয়া। চিকিৎসায় কোনও খামতি রাখেননি অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত মারণ রোগের সঙ্গে পেরে ওঠেননি। এদিন সকালে মারা যান তিনি। (Priya Marathe Passes Away)</p> <p>১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বইয়ে জন্ম প্রিয়ার। স্কুল-কলেজও মুম্বইয়েই। পড়াশোনা শেষ করে অভিনয় জগতে পা রাখেন প্রিয়া। মারাঠি সিরিয়াল 'ইয়া সুখানোয়া'-তে প্রথম অভিনয় করেন প্রিয়া। এর পর 'চার দিবস সাসুছে' তাঁকে জনপ্রিয় করে তোলে। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।&nbsp;</p> <p>হিন্দি ভাষার সিরিয়ালেও চুটিয়ে অভিনয় শুরু করেন প্রিয়া। বালাজি টেলিফিল্মসের 'কসম সে' সিরিয়ালে বিদ্যা বালির চরিত্রে অভিনয় করেন প্রিয়া, যা রাতারাতি ঘরে ঘরে পরিচিতি দেয় তাঁকে। 'বড়ে অচ্ছে লাগতে হ্য়ায়' সিরিয়ালে জ্যোতি মালহোত্রর ভূমিকায় অভিনয় করেন। 'পবিত্র রিশতা' সিরিয়ালে তাঁর চরিত্রের নাম ছিল বর্ষা সতীশ। এছাড়াও 'ভাগে রে মন', 'জয়স্তুত', 'ভারত কে বীর পুত্র-মহারাণা প্রতাপ', 'তু তিথে মি'র মতো সিরিয়ালে অভিনয় করেন প্রিয়া।&nbsp;&nbsp;</p> <p>২০০৮ সালে হিন্দি ছবি 'হমনে জিনা শিখ লিয়া'-তেও অভিনয় করেন প্রিয়া। মারাঠি ছবি 'তি আনি ইতর'-এও দেখা গিয়েছিল তাঁকে। ছবিটি পরিচালনা করেছিলেন গোবিন্দ নিহলানি। সুবোধ বাভে, সোনালী কুলকার্নি, অমৃতা সুভাষ, ভূষণ প্রধান, গণেশ যাদব, আবিষ্কার দারভেকরের মতো সতীর্থদের সঙ্গে ছবিতে দাপটের সঙ্গেই কাজ করেন প্রিয়া।</p> <p>'পবিত্র রিশতা' সিরিয়ালে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে কাজের সুযোগ পান প্রিয়া। সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। লিখেছিলেন, 'অত্যন্ত বুদ্ধিমান, পরিশ্রমী, প্রতিভাশালী অভিনেতা, নিজের স্বপ্নপূরণের সাহস ছিল। বলিউডে নিজের জায়গা তৈরি করার সাহস দেখিয়েছিল, নিজের ভালবাসাকে বেছে নিয়েছিল। ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে আসা মানসিক শক্তির পরিচয়, আবার এক নম্বর সিরিয়াল 'পবিত্র রিশতা' ছেড়েও সাহস দেখিয়েছিলে। এত সাহস দেখিয়ে হঠাৎ দুর্বল হয়ে পড়লে কেন? তোমার আত্মা শান্তি পাক। চিরকাল মনে রাখব তোমাকে'।</p> <p>২০১২ সালে অভিনেতা শান্তনু মোঘের সঙ্গে বিয়ে হয় প্রিয়ার। শান্তনু জনপ্রিয় অভিনেতা শ্রীকান্ত মোঘের ছেলে। স্বামীর সঙ্গে বেড়াতে গেলে আগে সেই সব ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন প্রিয়া। কিন্তু দীর্ঘ সময় সোশ্য়াল মিডিয়ায় অনুপস্থিত ছিলেন প্রিয়া। রবিবার সকালে তাঁর মৃত্যুসংবাদ পেলেন অনুরাগীরা। প্রিয়ার মৃত্যুতে পরিবার-পরিজনরা শোকে কাতর। শোকের ছায়া কলাকুশলীদের মধ্যেও। প্রাণোচ্ছ্বল প্রিয়াকেই চিনতেন সকলে। সকলের অগোচরে তিনি এত কঠিন লড়াই লড়ছেন, তা টেরই পাননি অনেকে।</p>

from india https://ift.tt/bL9aVBE
via IFTTT

Post a Comment

0 Comments