<p><strong>মহারাষ্ট্র:</strong> পুনের কাছে পিম্পরি ছিনেওয়াড়ায় এক মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ২৬ বছর বয়সী এক যুবককে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন তাঁর প্রেমিকার বাবা-মা। আর সেই বাড়িতে গিয়েই প্রেমিকার পরিবারের হাতে নির্মমভাবে প্রহৃত হয়ে মৃত্যু হয়েছে সেই যুবকের। মহারাষ্ট্র পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।</p> <p>পুলিশসূত্রে জানা গিয়েছে বিগত ২২ জুলাই সাংভি এলাকায় রামেশ্বর ঘেঙ্গট নামের সেই যুবককে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য প্রলুব্ধ করে বাড়িতে ডাকা হয়েছিল প্রেমিকার বাবা-মায়ের তরফে। তাঁকে বাড়িতে ডেকেই তাঁর উপর আক্রমণে চড়াও হন সকলে, এমনটাই জানিয়েছে পুলিশ। পরিবারের সব সদস্যরা মিলে তাঁকে মারধোর করতে শুরু করে।</p> <p>কর্মকর্তারা জানিয়েছেন এই মামলায় এখনও পর্যন্ত সেই মহিলার বাবা সহ ৯ জন পরিবারের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আরও ২ জন এখনও পলাতক। অভিযুক্তদের সকলের বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। সাংভি এলাকার সিনিয়র পুলিশ ইনস্পেক্টর জিতেন্দ্র কোলি জানিয়েছেন যে রামেশ্বরের মৃত্যুর কারণ নৃশংস অত্যাচার ও আক্রমণ যার দরুণ সেই মহিলার বাবা প্রশান্ত সরসার সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের মতে রামেশ্বরের সঙ্গে মহিলার এক আত্মীয়ের সম্পর্ক ছিল। তাঁর অপরাধমূলক পটভূমির কারণে পরিবার এই বিয়ের বিরোধিতা করেছিল, যার মধ্যে ধর্ষণের অভিযোগ এবং যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইনের অধীনে মামলা অন্তর্ভুক্ত ছিল।</p> <p>পরিবারের বিরোধিতা সত্ত্বেও সেই যুবক ও তাঁর প্রেমিকা বিয়ের জন্য নাছোড়বান্দা হয়ে উঠেছিল। এর জবাবেই মহিলার পরিবার রামেশ্বর ও তাঁর বাবা-মাকে বাড়িতে সাদর আমন্ত্রণ জানায়। দাবি করেন যে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই তাদের ডাকা হয়েছে। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রেমিকার বাড়িতে পৌঁছে যান রামেশ্বর, যদিও নিজের বাবা-মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর এই আলোচনার সময় দুই পরিবারের মধ্যে তীব্র ঝগড়ার সময় মহিলার বাবা ও অন্যান্য আত্মীয়রা রামেশ্বরকে টেনে নিয়ে একটি ঘরে চলে যান আর সেখানে তাঁর উপরে নৃশংস অত্যাচার করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।</p> <p>এই আক্রমণে রামেশ্বর গুরুতরভাবে আহত হন, জরুরি চিকিৎসার জন্য তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও এত বিপুল আঘাতের কারণে রামেশ্বরের মৃত্যু হয়। তাঁর পরিবারে নেমে আসে শোকের ছায়া।</p>
from india https://ift.tt/TU48HJ9
via IFTTT
0 Comments