Rahul Gandhi: 'অর্থনৈতিক ব্ল্যাকমেল', 'প্রধানমন্ত্রীর উচিত...', 'ট্রাম্পের শুল্ক বৃদ্ধি নিয়ে মোদিকে খোঁচা রাহুলের

<p><strong>নয়াদিল্লি :</strong> আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপকে 'অর্থনৈতিক ব্ল্যাকমেল' বলে আখ্যা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নয়াদিল্লির উপর এটা একটা 'অন্যায্য বাণিজ্য চুক্তি' বলে সরব হয়েছেন তিনি। এর পাশাপাশি এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানাও করেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে লোকসভার বিরোধী দলনেতা লেখেন, "ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ এক ধরনের অর্থনৈতিক ব্ল্যাকমেল-ভারতকে অন্যায্য বাণিজ্য চুক্তিতে বাধ্য করার প্রচেষ্টা।" পাশাপাশি তাঁর সংযোজন, "প্রধানমন্ত্রী মোদির উচিত তাঁর দুর্বলতাকে ভারতীয়দের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব না দেওয়া।"</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Trump&rsquo;s 50% tariff is economic blackmail - an attempt to bully India into an unfair trade deal.<br /><br />PM Modi better not let his weakness override the interests of the Indian people.</p> &mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1953112293103026488?ref_src=twsrc%5Etfw">August 6, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>আমেরিকার প্রেসিডেন্টের শুল্ক-হুঁশিয়ারির মুখে তাঁর 'নীরবতা' নিয়ে এদিনই প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা দেন রাহুল। এক্স হ্যান্ডেলে অপর একটি পোস্টে তিনি লিখেছিলেন, "ভারত, দয়া করে বুঝুন : বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি কেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে পারছেন না, তার কারণ হল আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলতে থাকা তদন্ত। একটি হুঁশিয়ারি হল মোদি, এএ এবং রাশিয়ান তেল চুক্তির মধ্যে আর্থিক যোগসূত্র প্রকাশ করা। মোদির হাত বাঁধা।"</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">India, please understand:<br /><br />The reason PM Modi cannot stand up to President Trump despite his repeated threats is the ongoing U.S. investigation into Adani.<br /><br />One threat is to expose the financial links between Modi, AA, and Russian oil deals.<br /><br />Modi&rsquo;s hands are tied.</p> &mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1952952428803809341?ref_src=twsrc%5Etfw">August 6, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> গতকাল ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে, আমেরিকা ভারতের উপর 'খুব উল্লেখযোগ্যভাবে' শুল্ক বৃদ্ধি করতে চলেছে। সেইমতোই রাশিয়ার কাছে তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। এই মর্মে এক্সকিউটিভ অর্ডারে তিনি সইও করে দিয়েছেন। যার জেরে ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক চাপল ৫০ শতাংশ। এনিয়ে পাল্টা কড়া বিবৃতি জারি করেছে ভারতও। আমেরিকার এই পদক্ষেপ 'অন্যায্য, অন্যায় ও অযৌক্তিক' বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, 'জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত।'&nbsp;</p>

from india https://ift.tt/FSlxo8n
via IFTTT

Post a Comment

0 Comments