Abhishek Banerjee: 'নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে..' ! কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের

<p><strong>কলকাতা:</strong> দেশজুড়ে লাগু জিএসটি। &nbsp;নতুন হারে জিএসটি কার্যকর হলেও দাম কমেনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের। বাজারে নতুন জিএসটির হার নিয়ে ধোঁয়াশা। নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে পুরনো জিএসটির হারেই। জিএসটি ইস্যুতেই আজ কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/iZcvxW9" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a>ের। তিনি বলেন, 'নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে। '</p> <p>[yt]https://youtu.be/uG0a_8p0PDE?si=DnIuGjfk0nWxUHX7[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="৫৪ কোটি ব্যয়ে সংস্কার, নবরাত্রিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদি, 'এখানে দেবীর ডান পা পড়েছিল..'" href="https://ift.tt/yFLutkR" target="_self">৫৪ কোটি ব্যয়ে সংস্কার, নবরাত্রিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদি, 'এখানে দেবীর ডান পা পড়েছিল..'</a></p> <p>অভিষেক বলেন, বিজেপি কৃষি আইনের কথা বলেছিল, সাড়ে আটশো গরীব কৃষক আত্মহত্যা করেছে, কোনও অ্যাকান্টিবিলিটি নেই। অ্যাকান্টিবিলিটি যদি না থাকে, ...এত বড়বড় কথা , অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে অভিষেকের প্রশ্ন, তাহলে আজকে পাকিস্তানের সঙ্গে ভারত, ক্রিকেট ম্যাচ খেলবে কেন ? কীসের জন্য ?! আপনি (নাম উল্লেখ না করে) POK..পাক অধিকৃত কাশ্মীর, সেটাকে আগে তো দেশের দখলে আনতে হবে। আমাদের পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট থাকলেও , আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী তিনি বলে দিয়েছেন, এই বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, আমরা তা সমর্থন করব।এই যে ডবল স্ট্যান্ডার্ড, হিপোক্রেসি, এগুলি তো প্রমাণিত। যে আপনার অ্যাকান্টিবিলিটি কোথায় ? এই যে আপনি নোটবন্দি করে লোককে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। লাইনে দাঁড়িয়ে নোট পাল্টাতে গিয়ে, মারা গিয়েছে। স্ট্রোকে, হিটে। এই মৃত্যুর দায় কার ?&nbsp;</p> <p>অভিষেক অভিযোগ তুলে বলেন, বিজেপি ক্ষমতা ভোগ করছে, অ্যাকান্টিবিলিটি ছাড়া। এটা ডেডলি কম্বিনেশন। ..মানুষকে জবাবদিহি করতে হবে। তা না করলে, সেই সরকার কাজ করবে কেন ? আমাদের সরকার কী কাজ করেছে, আমি এখানে ডায়মন্ডহারবারের ৫ বছরের এমপি, পুঙ্খানুপুঙ্খ হিসেব, আমি প্রতিবছর দিই। কেন্দ্রীয় সরকার দেবে না কেন ? আপনি বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছেন, আর বাংলাকে কতটা টাকা দিয়েছেন ? খালি এইটুকু হিসেব বার করুন। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি। ..প্রধানমন্ত্রী এসে বলেছিলেন, আমরা আবাসে টাকা দিয়েছি, ১০০ দিনের টাকা দিয়েছি, আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পেরেছে ? অ্যাকান্টিবিলিটি নেই। ...হাইকোর্ট অর্ডার দিয়েছে, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে, <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/4fOnXxR" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে কে গিয়েছে ? আমি যাইনি, কেন্দ্রীয় সরকার গিয়েছে। তারমানে মানুষকে টাকা দেওয়া উদ্দেশ্য আপনার নেই।'</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/YQHPFxO
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা