PM Modi: ৫৪ কোটি ব্যয়ে সংস্কার, নবরাত্রিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদি, 'এখানে দেবীর ডান পা পড়েছিল..'

<p><strong>প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা:&nbsp;</strong>নবরাত্রিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পুজো দিচ্ছেন তিনি।&nbsp; মোট ৫৪ কোটি টাকা ব্যয়ে, এই নবনির্মিত মন্দির সংস্কার করা হয়েছে। সংস্কার সম্পূর্ণ হওয়ার পরই মন্দির উদ্বোধনে এলেন মোদি। ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে প্রদর্শনীটিও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।</p> <p>[yt]https://youtu.be/uG0a_8p0PDE?si=DnIuGjfk0nWxUHX7[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="ক্ষুদিরামের নাম জড়িত এই রাজবাড়ির সঙ্গে , চলত বিপ্লবীদের প্রশিক্ষণ, ৪১৪ বছরের দুর্গাপুজো অম্বিকানগরে" href="https://ift.tt/wOmtXyR" target="_self">ক্ষুদিরামের নাম জড়িত এই রাজবাড়ির সঙ্গে , চলত বিপ্লবীদের প্রশিক্ষণ, ৪১৪ বছরের দুর্গাপুজো অম্বিকানগরে</a></p> <p>&nbsp;ত্রিপুরেশ্বরী মন্দির, ১৫০১ খ্রীষ্টাব্দে, ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য স্থাপন করেছিলেন। এবং তারপর পুনর্নিমান করা হয়। এবং এই পীঠকে, যেখানে দেবীর ডান পা পড়েছিল, এটি ৫১ পীঠের একটি পীঠ। এই মন্দিরের আদল অনেকটা কচ্ছপ আকৃতির করা হয়েছে। ইতিমধ্যেই আজ সেখানে পৌঁছে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী এবং <a title="রাজ্যপাল" href="https://ift.tt/TOYKWu3" data-type="interlinkingkeywords">রাজ্যপাল</a>ও উপস্থিত রয়েছেন। আজকে নবরাত্রির প্রথম দিন। আজ প্রধানমন্ত্রীর হাত ধরেই নবনির্মিত মন্দির উদ্বোধন হচ্ছে।&nbsp;&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="et">VIDEO | Udaipur, Tripura: PM Narendra Modi (<a href="https://twitter.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a>) offers prayers at the Mata Tripura Sundari Temple.<br /><br />(Source: Third Party)<br /><br />(Full video available on PTI Videos &ndash; <a href="https://t.co/dv5TRARJn4">https://t.co/dv5TRARJn4</a>) <a href="https://t.co/rlsuNaQvPl">pic.twitter.com/rlsuNaQvPl</a></p> &mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1970070067724325040?ref_src=twsrc%5Etfw">September 22, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p>

from india https://ift.tt/yFLutkR
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা