CAA New Rule: CAA আইনে বড় রদবদল ঘটাল কেন্দ্র, ২০২৫-এর আগে ভারতে এলেই…প্রকাশিত নয়া সংশোধনী

<p><strong>নয়াদিল্লি:</strong> <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/8VxB4cw" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচনের</a>&nbsp;আগে একাধিক রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে পারদ চড়ছে। সেই আবহেই বড় ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। সংশোধিত নাগরিকত্ব আইনের নিয়মে বড় রদবদল ঘটাল তারা। বলা হয়েছে, ২০২৫ সালের আগে ধর্মীয় উৎপীড়নের কারা যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যাঁরা ভারতে চলে এসেছেন, তাঁরা পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য নথি ছাড়াই ভারতে থাকতে পারবেন। কোনও কাগজই দেখাতে হবে না তাঁদের। (CAA New Rule)</p> <p>২০১৯ সালের ডিসেম্বর মাসে দেশের সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল পাস হয়। তদানীন্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করার পর সেটি আইনে পরিণত হয় সরকারি ভাবে। এর আওতায় পড়শি দেশের অমুসলিম নাগরিক, ধর্মীয় উৎপীড়নের কারণে যাঁরা ভারেত প্রবেশ করেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়। গত বছর আইন কার্যকর হয় শেষ পর্যন্ত। কিন্তু সেই সময় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে চলে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা ছিল। এবার সেই সময়সীমা বাড়িয়ে একেবারে ২০২৪ সাল পর্যন্ত করে দিল কেন্দ্র। (CAA Rules Changed)</p> <p>২০২৫ সালের অভিবাসন ও বিদেশী আইনের আওতায় নয়া নির্দেশিকা প্রকাশিত হয়েছে। বেআইনি ভাবে ভারতে বসবাসকারী বিদেশি অমুসলিম মানুষজনের জন্য এই নির্দেশিকা। বিদেশি চিহ্নিতকরণ এবং বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রদবদল ঘটানো হয়েছে এতে। কেন্দ্রের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে বৈধ কাগজপত্র ছাড়াও ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত অমুসলিম মানুষ ভারতে চলে এসেছিলেন, তাঁরা CAA-র আওতায় ভারতের নাগরিকত্ব পেতে আবেদন জানাতে পারবেন। কোনও কাগজ দেখাতে হবে না। তবে আবেদন জানানোর আগে ভারতে অন্তত একবছর এবং তার আগের ১৪ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর থাকতে হবে। অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের ক্ষেত্রে কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে।</p> <p>কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, 'আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, যাঁরা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যাঁরা এদেশে প্রবেশ করেছেন, যাঁদের কাছে বৈধ কাগজপত্র ছিল না, পাসপোর্ট বা অন্য প্রয়োজনীয় নথি ছিল না, বা থাকলেও মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাঁদের ছাড় দেওয়া হল। বৈধক পাসপোর্ট, ভিসা দেখানোর নীতি কার্যকর হবে না তাঁদের ক্ষেত্রে'।</p> <p><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/olBEATO" width="500" height="250" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <div class="_1884 ">কেন্দ্রের এই বিজ্ঞপ্তি সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ বার্তা পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য এবং মতুয়াদের প্রতিনিধিও। তিনি লেখেন, 'CAA-তে আবেদনের জন্য ভারতে প্রবেশের সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর করল স্বরাষ্ট্র মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং <a title="অমিত শাহ" href="https://ift.tt/3ZcR157" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>জি-কে অনেক অনেক ধন্যবাদ'।&nbsp;</div>

from india https://ift.tt/fAri7uB
via IFTTT

Post a Comment

0 Comments