<p>স্বামী চৈতন্যনন্দ সরস্বতী, আগে নাম ছিল স্বামী পার্থসারথি। দিল্লির এই 'বাবা'- র বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এবার জানা গিয়েছে, এই 'বাবা'- ই নাকি লিখেছেন ২৮টি বই। অনলাইনে বিভিন্ন ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে উপলব্ধও রয়েছে এইসব বই। তাছাড়াও এই বইগুলিতে বিশ্বের বিখ্যাত, তাবড়, প্রথিতযশা লোকেদের পর্যালোচনাও রয়েছে। আপাতত পলাতক দিল্লির এই 'বাবা'। তাঁর খোঁজে দিল্লি পুলিশের একাধিক টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। </p> <p>দিল্লির 'বাবা'- র কুকীর্তি ফাঁস হয়েছে আগেই। বছর ৬২- র স্বঘোষিত 'গডম্যান' স্বামী চৈতন্যনন্দের বিরুদ্ধে উঠেছে সাংঘাতিক অভিযোগ। দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই 'বাবা'। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই সংস্থায় পড়তে আসা ছাত্রীদের, বিশেষ করে যাঁরা আর্থিক ভাবে অনগ্রসর পিছিয়ে থাকা পরিবার থেকে পড়তে এসেছে, স্কলারশিপ নিয়ে তাঁদের নিশানা বানাতেন। অশ্লীল ভাষা প্রয়োগ করে এইসব ছাত্রীদের মেসেজ করতেন। রাতবিরেতে নিজের ঘরে ডেকে পাঠাতেন। বিনা খরচে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখাতেন। জোর করে শারীরিক সম্পর্কও করতে চাইতেন। ইতিমধ্যেই ১৭ জন ছাত্রী এই 'বাবা'- র বিরুদ্ধে মুখ খুলেছেন। </p>
from india https://ift.tt/4S9Zlby
via IFTTT
0 Comments