Zubeen Garg : জুবিন গর্গ-মৃত্যুর ঘটনায় গ্রেফতার ম্যানেজার ও সিঙ্গাপুর অনুষ্ঠানের আয়োজক !

<p><strong>গুয়াহাটি:</strong> জুবিন গর্গ মৃত্যুর ঘটনায় বড় আপডেট। গ্রেফতার করা হল North East India Festival (NEIF)-এর মুখ্য আয়োজক শ্যামকানু মহান্ত ও গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে। বুধবার একথা জানায় পুলিশ। সিঙ্গাপুর থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামলে মহান্তকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে ধরা হয়েছে সিদ্ধার্থ শর্মাকে। এক সিনিয়র পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুধবার সকালেই এই দুইজনকে গুয়াহাটি আনা হয়েছে।</p>

from india https://ift.tt/tJsTyXV
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা