Bengal SIR Row: আজ SIR-এর দিন ঘোষণার আগে, রাজ্যে সব মিলিয়ে ৬৪ জন IAS-এর বদলি

<p><strong>সুমন ঘড়াই, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:</strong> আজ SIR-এর দিন ঘোষণার আগে, রাজ্যে সব মিলিয়ে ৬৪ জন IAS-এর বদলি। বদলি করা হল ৫ জন WBCS আধিকারিককে।&nbsp; অন্যত্র বদলি করা হল ১০ জন জেলাশাসককে। একইসঙ্গে বদলি করা হল বেশ কয়েকজন ADM ও SDO-কে। প্রশাসনের দাবি রুটিন বদলি। ভোটের দিকে তাকিয়েই এই বদলি, মনে করছে আধিকারিক মহল।</p> <p>[yt]https://youtu.be/-h5tIqSM0xA?si=ABAFkIjJUY2jpK3w[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" '২০০২-এর ভোটার লিস্টে নাম নেই', সেই পরিবারের সদস্য পেয়েছেন BLO-র দায়িত্ব ! গুরুতর অভিযোগ নদিয়ায়" href="https://youtu.be/-h5tIqSM0xA?si=ABAFkIjJUY2jpK3w" target="_self"> '২০০২-এর ভোটার লিস্টে নাম নেই', সেই পরিবারের সদস্য পেয়েছেন BLO-র দায়িত্ব ! গুরুতর অভিযোগ নদিয়ায়</a></p> <p>নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যে সব মিলিয়ে মোট ৬৪ জন IAS-এর বদলি করা হয়েছে। সঙ্গে ৫ জন ডব্লুবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে। SIR ঘোষণা করার আগে রাজ্য সরকার এই বদলিটা করল। তার কারণ যে সমস্ত অফিসারেরা, তিন বছরের বেশি, বিভিন্ন পদে রয়েছে, সেই সমস্ত পদে বদলি করা দরকার। নাহলে ইলেকশন কমিশন সরিয়ে দেয়। ইলেকশম কমিশনের নিয়ম অনুযায়ী, তিন বছরের বেশি কোনও অফিসারদের দিয়ে,&nbsp; নির্বাচনের কাজ করানো হয় না।&nbsp; এসআইআর ঘোষণা করার আগেই, এই বদলি নিয়ে বিভিন্ন মহলে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।&nbsp;</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/owNfkjZ
via IFTTT

Post a Comment

0 Comments