Dussehra News: ‘সীতাকে অ্যাসিড তো মারোনি! অশুভ শক্তি নয়, একটু দুষ্টু ছিলে’, দশেরায় রাবণের প্রশংসা করে বিপাকে অভিনেত্রী

<p><span style="font-weight: 400;"><strong>মুম্বই:</strong> দশেরার পোস্ট ঘিরে বিতর্কে বর্ষীয়ান অভিনেত্রী সিমি গরেওয়াল। রাবণ সম্পর্কে প্রশংসামূলক বার্তা পোস্ট করেছিলেন তিনি। আর তাতেই তাঁর উপর ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। পরিস্থিতি এমন হল যে, সীতার মতো তাঁকে যদি অপহরণ করার কথা বললেন কেউ। কেউ আবার তাঁকে বিকৃতমনস্ক বলেও কটাক্ষ করলেন। শেষ পর্যন্ত পোস্টই মুছতে হল সিমিকে। (Simi Garewal's Ravana Post)</span></p> <p><span style="font-weight: 400;">বৃহস্পতিবার দশেরা উপলক্ষে যখন সাজ সাজ রব চারিদিকে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন সিমি। তিনি লেখেন, &lsquo;রাবণ, প্রতি বছর এই দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় উদযাপন করি আমরা, কিন্তু তোমার আচরণ পুনর্বিবেচনা করে দেখা উচিত, &lsquo;অশুভ শক্তি&rsquo; বলে দাগিয়ে দেওয়ার পরিবর্তে তোমাকে &lsquo;একটু দুষ্টু&rsquo; বলা উচিত&rsquo;। (Dussehra News)</span></p> <p><span style="font-weight: 400;">রাবণের উদ্দেশে চিঠিতে সিমি আরও লেখেন, &lsquo;তুমি কীই বা করেছো? এক মহিলাকে তাড়াহুড়োয় অপহরণ করেছিলে জানি,&nbsp; কিন্তু ওঁকে তুমি যা সম্মান দিয়েছো, আজকের দুনিয়ায় আমরা মহিলাদের ততটা সম্মান দিই না। তুমি ভাল খেতে দিয়েছো, আশ্রয় দিয়েছো, এমনকি মহিলা নিরাপত্তারক্ষীও দিয়েছো। বিনম্রতা থেকেই বিয়ের প্রস্তাব দিয়েছিলে, প্রত্যাখ্যাত হয়েও অ্যাসিড ছুড়ে মারোনি। ভগবান রাম যখন তোমাকে হত্যা করলে, ক্ষমা চাওয়ার মতো বিচক্ষণতা দেখাতে পেরেছিলে। আর আমার মনে হয়, আমাদের গোটা সংসদের চেয়ে তুমি অনেক বেশি শিক্ষিত ছিলে। বিশ্বাস করো, তোমাকে পোড়ানোর মতো কোনও গুরুতর কারণ নেই, তাও পোড়ানো হচ্ছে কারণ এটাই এখন চলছে বাজারে&rsquo;।</span></p> <p><span style="font-weight: 400;"><br /><img src="https://ift.tt/GRc4N91" width="476" height="268" /></span></p> <p><span style="font-weight: 400;">সিমির ওই পোস্ট চোখে পড়া মাত্র তাঁকে আক্রমণ করতে নেমে পড়ে নেটিজেনদের একাংশ। একজন লেখেন, &lsquo;আপনাকে যখন অপহরণ করবে, সব প্রেম উবে যাবে। তখন পুলিশ যদি বলে, &lsquo;শুধু অপহরণই তো করেছে, বিয়েই তো করতে চাইছে, আপনি কিন্তু মানবেন না&rsquo;। রাবণকে মোটেই ভুল বোঝেননি কেউ, রাবণ হিংসার আশ্রয় নিয়েছিলেন বলেও দাবি করেন কেউ কেউ। সিমিকে সমর্থন না করলেও, &lsquo;রামায়ণে&rsquo;র যে বিভিন্ন সংস্করণ রয়েছে, রাবণের চরিত্র যে এক এক জায়গায় এক এক রকম, তা স্মরণ করিয়ে দেন কেউ কেউ। কিন্তু বিতর্কের জেরে শেষ পর্যন্ত পোস্টটি মুছতে বাধ্য হন সিমি। সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়ে আগেও বিতর্কে জড়িয়েছেন তিনি। বিশেষ করে সলমন খানকে সমর্থন করায় তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়।</span></p>

from india https://ift.tt/0vABI31
via IFTTT

Post a Comment

0 Comments