Narendra Modi: ‘মোদিকে দারুণ দেখতে, বাবার মতো, কিলার, টাফ অ্যাজ…’, বললেন ট্রাম্প

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> দুই রাষ্ট্রনেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের জায়গায় আছে কি না, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সেই আবহেই ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রীর। সেই সঙ্গে চিনের সঙ্গে শুল্ক-সংঘাত মিটিয়ে নেওয়ার পথে এগোচ্ছেন বলেও জানালেন। (Donald Trump)</span></p> <p><span style="font-weight: 400;">দক্ষিণ কোরিয়ায় আয়োজিত Asia Pacific&nbsp;</span><span style="font-weight: 400;">Economic Cooperation (APEC) CEO সম্মেলনে বক্তৃতা করতে গিয়েই মোদির প্রসঙ্গ টানেন ট্রাম্প। তিনি বলেন, &ldquo;ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা চলছিল। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ভাল সম্পর্ক আমার। ওঁকে ভাল লাগে আমার। পাকিস্তানের প্রধানমন্ত্রীও অসাধারণ মানুষ। ফিল্ড মার্শালও, দারুণ যোদ্ধা। সংঘাত নিয়ে ফোন করে মোদিকে বলি, বাণিজ্য চুক্তি করতে পারব না। কারণ পাকিস্তানের সঙ্গে লড়ছেন। ওঁরা বলে ওঠে, না না।&rdquo; (Narendra Modi)</span></p> <p><span style="font-weight: 400;">ট্রাম্প যোগ করেন, &ldquo;ওরা স্ট্রং। প্রধানমন্ত্রী মোদিকে দেখতে দারুণ। দেখলে মনে হবে, বাবার মতো। হি ইজ আ কিলার। হি ইজ টাফ। উনি বলেন, &lsquo;আমরা লড়ব&rsquo;। আমি ভাবলাম, একই লোকের সঙ্গে কথা বলছি তো! তবে কিছু সময় পরই লড়াই বন্ধ করে দেয়। ভাল মানুষ ওরা।&rdquo;</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">US Prez Trump: <br /><br />Prime Miniter Modi is a nicest looking guy, he looks like a father, but he is a killer his stuff is like we will fight<a href="https://twitter.com/hashtag/PMModi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PMModi</a> <a href="https://t.co/DNXzDs1lPb">pic.twitter.com/DNXzDs1lPb</a></p> &mdash; Smriti Sharma (@SmritiSharma_) <a href="https://twitter.com/SmritiSharma_/status/1983406646002102529?ref_src=twsrc%5Etfw">October 29, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে বাণিজ্যের বড় ভূমিকা ছিল বলে ফের দাবি করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। শুল্ক নিয়ে শীঘ্রই ভারতের সঙ্গে মিটমাট হয়ে যাবে বলেও দাবি করেছেন। তবে শুল্কের দরুণ আমেরিকার বাণিজ্যঘাটতি একধাক্কায় ৪ ট্রিলিয়ন ডলার কমে গিয়েছে বলে জানান ট্রাম্প।</span></p> <p><span style="font-weight: 400;">শুধু ভারতই নয়, বাণিজ্যশুল্ক নিয়ে শীঘ্রই চিনের সঙ্গে বিবাদ মিটে যাবে বলে আশাবাদী ট্রাম্প। তিনি জানিয়েছেন, চিনের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে শীঘ্রই। দুই পক্ষের স্বার্থই সুরক্ষিত থাকবে। এই ধরনের সংঘাত চালিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে মিটমাট করে নেওয়াই শ্রেয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, "গোটা দুনিয়ার নজর রয়েছে। আমার মনে হয়, শীঘ্র প্রত্যেকের জন্য দারুণ কিছু ঘটতে চলেছে।"</span></p>

from india https://ift.tt/4psOuf1
via IFTTT

Post a Comment

0 Comments