Nobel Prize: মারণ রোগের চিকিৎসায় ইমিউনো থেরাপি নিয়ে যুগান্তকারী আবিষ্কার ! নোবেল পাচ্ছেন আমেরিকা-জাপানের ৩ বিজ্ঞানী

<p><strong>কলকাতা:</strong> ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসায় ইমিউনো থেরাপি নিয়ে যুগান্তকারী আবিষ্কার। চিকিৎসায় এবারের নোবেল পাচ্ছেন আমেরিকা-জাপানের ৩ বিজ্ঞানী। নোবেল পাচ্ছেন আমেরিকার বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের সাইমন সাকুগুচি।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/PKzcMZPwlgs?si=LrxlyUGsLsFN1jip[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'ম্যানমেড', মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা শমীক বললেন, 'তৃণমূলমেড বন্যা' !" href="https://ift.tt/aqvcgT5" target="_self">'ম্যানমেড', মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা শমীক বললেন, 'তৃণমূলমেড বন্যা' !</a></p> <p>এবিপি আনন্দ-কে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, 'ক্যানসারের বিরুদ্ধে বডির নিজস্ব ইমিউনিটি কাজ করতে পারে না।&nbsp; টি রেগুলেটারি সেল (T Regulatory Cells)&nbsp; খারাপ কাজ করে। কিন্তু এই টি রেগুলেটারি সেল যে উৎস , যে গোত্র, যে জিন, তার নাম ফক্স পি থ্রি। এই ফক্স পি থ্রি (Fox P3) জিনটাকে আবিষ্কারক হচ্ছেন এরা। এবং এরাই প্রথম দেখালেন, ফক্স পি থ্রি জিন বলে, ইদুরের মধ্যে মিউটেশন হওয়ার জন্য বডিতে, আনকন্ট্রোটলড হাইপার ইমিউন রিয়েকশন হতে পারে।'</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://ift.tt/O3Xj6Vg" width="923" height="519" /></p> <p>অপরদিকে, চিকিৎসক কুণাল সরকার বলেন, তিনজন যে বিষয়টা নিয়ে কাজ করছেন, এই কাজটা তারা করে যাচ্ছেন, গত ২০ বছর ধরে। আমাদের শরীরের মধ্যে একটা সেন্ট্রাল ইমিউনিটি সিস্টেম আছে। যেটা আমাদের বোনম্যারোর মধ্যে আছে। লিম্ব টিস্যুর মধ্যে আছে। যেটা কিনা বাইরের সমস্ত ইনফেকশন, এবং আক্রমণ থেকে, আমাদের সেন্ট্রাল ইমিউনিটি দিয়ে আমাদের শরীরকে, রক্ষা করছে। আজকে টি রেগুলেটারি সেলের রিসার্সে সে আজকে নোবেল প্রাইজ পেলেন । আজকে এর থেকে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের আরও অনেক বেশি গবেষণা হবে। যাতে ডায়াবেটিসের মতো , থাইরয়েডের মতো,আমাদের কানকটিভ টিস্যু ডিসঅর্ডারের মতো, মারাত্মক সমস্ত অসুখকে, আমরা একেবারে নির্মূল করতে পারি।&nbsp;</p> <p><br /><img src="https://ift.tt/47teEVu" width="959" height="540" /></p>

from india https://ift.tt/kLD5hNC
via IFTTT

Post a Comment

0 Comments