<p><strong>জয়পুর :</strong> মর্মান্তিক ! জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউ-তে আগুন। তাতে অন্তত ৬ রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের কর্মীরা পালিয়ে যান। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন হাসপাতাল বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ছড়িয়ে পড়ে। </p> <p>রবিবার রাতে আগুনের সূত্রপাত। ধোঁয়া দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং রোগী ও তাঁদের পরিবারের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে সংশ্লিষ্ট অংশে সংরক্ষিত বিভিন্ন নথি, আইসিইউ সরঞ্জাম, রক্তের নমুনা নল এবং অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। হাসপাতালের কর্মী এবং রোগীর অ্যাটেনডেন্টরা রোগীদের সরিয়ে নিয়ে যান। এমনকী বিল্ডিংয়ের বাইরে বিছানা-সহ রোগীদের স্থানান্তর করা হয়। দমকলকর্মীরা প্রায় ঘণ্টা দু'য়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।</p> <p>ট্রমা সেন্টার ইন-চার্জ অনুরাগ ধাকড় জানান, সেকেন্ড ফ্লোরে ২টি আইসিইউ ছিল...ট্রমা আইসিইউতে ১১জন রোগী ছিলেন এবং একটি সেমি-আইসিইউতে ১৩ জন ছিলেন। তিনি বলেন, "ট্রমা আইসিইউতে শর্ট সার্কিট হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যার থেকে বিষাক্ত গ্যাস বেরোচ্ছিল। ট্রমা আইসিইউতে থাকা বেশিরভাগ রোগীই হয় কোমায় ছিলেন অথবা গুরুতর অসুস্থ।"</p> <p>তাঁর সংযোজন, "রোগীদের মধ্যে ছয়জনের অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং দীর্ঘক্ষণ সিপিআর করার পরেও আমরা তাঁদের বাঁচাতে পারিনি। নিহতদের মধ্যে দু'জন মহিলা এবং চারজন পুরুষ। আরও পাঁচজনের অবস্থা এখনও গুরুতর।" </p> <p> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Jaipur, Rajasthan | SMS Hospital Trauma centre Incharge Anurag Dhakad says, "Our trauma centre has two ICUs on the second floor: a trauma ICU and a semi-ICU. We had 24 patients there; 11 in the trauma ICU and 13 in the semi-ICU. A short circuit occurred in the trauma… <a href="https://t.co/cjMwutRCl3">pic.twitter.com/cjMwutRCl3</a></p> — ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1974969262180630918?ref_src=twsrc%5Etfw">October 5, 2025</a></blockquote> <blockquote class="twitter-tweet">খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। এ প্রসঙ্গে রাজস্থানের মন্ত্রী জহর সিং বেদহম বলেন, "আইসিইউতে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে এখানে মুখ্যমন্ত্রী এসেছেন। ঘটনাটি দুর্ভাগ্যজনক। কিছু মানুষের মৃত্যু হয়েছে। প্রাণহানির সংখ্যা জানাবে হাসপাতাল প্রশাসন। ২৪ জনের মধ্যে অধিকাংশকেই রক্ষা করা গেছে। তাঁদের সম্পূর্ণ চিকিৎসা আমাদের অগ্রাধিকার।"</blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p>
from india https://ift.tt/M7ZyxsD
via IFTTT
0 Comments