<p>প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছিলেন ওসি। তারপর তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে ত্রিপুরায়। পুজো উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ তাঁদের বিসর্জনের শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওই পুলিশকর্মী। </p> <p>ত্রিপুরায় বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করায় ওসিকে বেধড়ক মারধর। মারধরের অভিযোগ পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে, গ্রেফতার ৩। রাস্তায় ফেলে ওসিকে কিল, চড়, লাথি, ঘুষি। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় গন্ডগোল। পুজো উদ্যোক্তারা কথা না শোনায় ওসি সাউন্ড বক্স বন্ধ করে দেওয়ায় গন্ডগোল। ওসিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গেলে তাঁদের সঙ্গেও বচসা ক্লাব সদস্যদের। গাড়ি ও সাউন্ড বক্স বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ, শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওসি। </p>
from india https://ift.tt/1gAkHG6
via IFTTT
0 Comments