Air India: মুখে মদের গন্ধ ! বিমানবন্দরেই এয়ার ইন্ডিয়ার পাইলটকে আটকাল কর্তৃপক্ষ

<p>Air India: মুখে মদের গন্ধ ! এই অভিযোগেই কানাডা ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার পাইলটকে আটক করেছিল কর্তৃপক্ষ। আর তার জেরে স্বভাবতই দেরি হয়েছিল বিমান উড়তে। দিল্লিগামী একটি বিমানের পাইলট ছিলেন অভিযুক্ত। এই ঘটনা ঘটেছে গত ২৩ ডিসেম্বর, ক্রিসমাসের ঠিক আগেই। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ অবশ্য তাদের বিবৃতিতে জানিয়েছে যে, কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দর কর্তৃপক্ষ ওই পাইলটকে বিমানবন্দরেই আটকেছিল কারণ, পাইলট উড়ানের জন্য কতটা উপযুক্ত তা নিয়ে সংশয় ছিল তাদের মনে।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p> <p>সূত্রের খবর, ভ্যাঙ্কুভার বিমানবন্দরের এক কর্মী যিনি ডিউটি-ফ্রি দোকানে কর্তব্যরত ছিলেন তিনিই কর্তৃপক্ষকে খবর দেন ওই পাইলটের ব্যাপারে। সম্ভবত ওই ব্যক্তি পাইলটকে মদ্যপান করতে দেখেছিলেন অথবা তিনি যখন কেনাকাটা করছিলেন তখন তাঁর মুখে মদের গন্ধ পেয়েছিলেন ওই কর্মী। এরপরই পাইলটকে একটি ব্রিদ অ্যানালাইজার টেস্ট দিতে বলা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ওই পাইলট। ফলে তাঁকে আটক করা হয়।&nbsp;</p> <p>জানা গিয়েছে, Flight AI186 - এয়ার ইন্ডিয়ার এই বিমান ভ্যাঙ্কুভার থেকে দিল্লি আসছিল গত ২৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে। শেহশ মুহূর্তে দেরি হচ্ছিল বিমান উড়তে। কারণ ককপিট থেকে একজন ক্রু সদস্যকে নামিয়ে দেওয়া হয়। কানাডার অথরিটি পাইলটের সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে। বিমান ওড়ানোর জন্য পাইলট শারীরিক ভাবে কতটা উপযুক্ত, তা নিয়েও শুরু হয় সংশয় প্রকাশ। আর এই কারণেই ওই কুল সদস্যকে নামিয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য। তবে সেফটি প্রোটোকল অনুসারে বিকল্প একজন পাইলটকে ওই বিমানে পাঠানো হয়। তবে ততক্ষণে কিছুটা দেরি হয়ে গিয়েছে।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p> <p>উড়ানে দেরি হওয়ায় স্বভাবতই ভোগান্তি হয়েছে যাত্রীদের। সেই বিষয়ে দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কানাডার কর্তৃপক্ষকে সম্পূর্ণ ভাবে সহযোগীতা করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তদন্তের সময় পাইলটকে বিমানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রযোজ্য নিয়ম-নীতি লঙ্ঘনের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া জিরো-টলারেন্স নীতি বজায় রেখেছে। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত, নিশ্চিত হওয়া যে কোনও লঙ্ঘনের বিরুদ্ধে কোম্পানির নীতি অনুসারে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা সর্বদাই এয়ার ইন্ডিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার।&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>

from india https://ift.tt/wxPiqvj
via IFTTT

Post a Comment

0 Comments

Air India: মুখে মদের গন্ধ ! বিমানবন্দরেই এয়ার ইন্ডিয়ার পাইলটকে আটকাল কর্তৃপক্ষ