Assam Train Accident: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা অসমে, ইঞ্জিন-সহ লাইচ্যুত ৫ কামরা, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু কমপক্ষে ৮ হাতির

<p><span style="font-weight: 400;">গুয়াহাটি: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা অসমে। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় নিহত কমপক্ষে আটটি হাতি। ইঞ্জিন-সহ </span><span style="font-weight: 400;">ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর। তবে কোনও যাত্রীর প্রাণহানির খবর নেই এখনও পর্যন্ত।&nbsp;</span><span style="font-weight: 400;">সাত সকালে এই দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবাও। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">শনিবার সকালে গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, সৈরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে আসছিল। সেই সময় লাইনে এসে পড়ে একদল হাতি। সটান হাতিল দলকে ধাক্কা মারে ট্রেনটি। তাতে কমপক্ষে আটটি হাতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতায় ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্য়ুত হয়ে গিয়েছে। লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিনও।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">এই ঘটনায় ইতিমধ্যেই রিলিফ ট্রেন পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর। রেলের কর্মী-আধিকারিকরাও পৌঁছেছেন ঘটনাস্থলে। শুরু হয়েছে উদ্ধারকার্য। রেললাইনে এখনও হাতিদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে খবর। আপার অসম এবং উত্তর-পূর্বের রুটে ট্রেন চলাচল ব্যহত হয়েছে এই ঘটনায়।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">সবিস্তার আসছে</span></p>

from india https://ift.tt/8R5kMsi
via IFTTT

Post a Comment

0 Comments