<p><strong>ঢাকা :</strong> এক ছাত্রনেতার মৃত্যুকে কেন্দ্র করে ফের নৈরাজ্য বাংলাদেশে। নতুন করে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এক হিন্দু যুবককে হত্যার অভিযোগ উঠেছে। যা নিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনার নিন্দা করেছে মহম্মদ ইউনূস-নেতৃত্বাধীন সরকার। এমনকী 'নতুন বাংলাদেশে এ ধরনের হিংসার কোনও জায়গা নেই' বলেও বিবৃতি জারি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে। এক বিবৃতিতেত ঢাকার তরফে বলা হয়েছে, "ময়মনসিংহে এক হিন্দুকে পিটুনি ও হত্যার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। নতুন বাংলাদেশে এ ধরনের হিংসার কোনও স্থান নেই। এই পাশবিক অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না।"</p> <p>দীপু চন্দ্র দাস। পেশায় পোশাক কারখানার কর্মী ছিলেন। ভালুকা উপজেলার দুবলিয়া পাড়া এলাকায় ভাড়া নিয়ে থাকতেন। পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় কিছু মানুষের অভিযোগ মহম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন দীপু। এই অভিযোগে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ তাঁর ওপর হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের সকল ধরনের হিংসার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যা তারা বলছে যে, "কিছু বিচ্ছিন্ন জঙ্গি গোষ্ঠী" পরিচালনা করছে।</p> <p>বিবৃতিতে সরকারের তরফে বলা হয়েছে, "আমরা হিংসা, ভয়, আগুন ধরানো এবং জানালা ভাঙচুরের মতো সকল কার্যকলাপের তীব্র এবং অবচেতনভাবে নিন্দা জানাই। বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং সতর্ক করে দেওয়া হচ্ছে যে, বিশৃঙ্খলার মাধ্যমে দেশে শান্তির পথে বাধা দিতে দেওয়া হবে না।"</p> <p>গত শুক্রবার ঢাকার জনবহুল এলাকায় প্রকাশ্য সভায় গুলিবিদ্ধ হন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তারপর থেকেই জ্বলছে বাংলাদেশ। লাগামছাড়া অশান্তি দিকে দিকে। উত্তেজনা আরও তীব্র হয়, অগাস্টেছাত্র আন্দোলনের অন্যতম মুখ শরিফ উসমান হাদির মৃত্যুর পর থেকে। হাসিনা-বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর চারিদিকে অগ্নিসংযোগ করা চলছে। ঢাকা-সহ বিভিন্ন শহরেও রাতভর তাণ্ডব করেছে ওসমান-পন্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে ফের একবার নতুন করে অস্থির পরিস্থিতি বাংলাদেশে।</p> <p>বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। স্থানীয় সূত্রে খবর, রাজধানীর শাহবাগ এলাকা থেকে একদল লোক এসে জোর করে ঢুকে পড়ে কারওয়ানবাজারে প্রথম আলোর অফিসে। সংবাদমাধ্যম অফিসে ঢুকে ভাঙচুর, লুঠপাট চালায় হাদি - অনুগামীরা।</p>
from india https://ift.tt/XsOTr3f
via IFTTT
0 Comments