Maharashtra News: 'ওরা বলেছিল বিয়ে দেবে, শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করল', বলছেন প্রেমিকের মৃতদেহকে বিয়ে করা আঁচল

<p data-pm-slice="1 1 []">Maharashtra News:&nbsp;'অনার কিলিং' ভারতবর্ষে নতুন ঘটনা নয়। একুশ শতকের তথাকথিত সভ্য সমাজেও জাতপাতের ভেদাভেদ রয়েছে। আর তা নিয়ে নির্দিষ্ট কাউকে মেরে ফেলার মতো ঘটনাও এই দেশে আকছার ঘটে। তবে সম্প্রতি মহারাষ্ট্রে যা ঘটেছে, তা নাড়িয়ে দিয়েছে দেশবাসীর একটা বড় অংশকে। ইন্টার-কাস্ট রিলেশনশিপ, অর্থাৎ ভিন-জাতে সম্পর্কের জেরে 'নিচু জাতের' প্রেমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে উচ্চ বংশের প্রেমিকার বাবা এবং ভাইদের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন। অন্যদিকে, প্রেমিকের শেষকৃত্যে গিয়ে তাঁর মৃতদেহর সঙ্গেই বিয়ে করেছেন ওই তরুণী। এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে।&nbsp;</p> <p data-pm-slice="1 1 []">মহারাষ্ট্রে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। মৃত্যু হয়েছে বছর ২০- র সক্ষম তাতে নামে এক তরুণের। ২১ বছরের আঁচল মামিদ্বারের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। তরুণীর অভিযোগ, তাঁদের সম্পর্ক টের পেয়ে যায় পরিবারের সদস্যরা। তরুণীর আরও অভিযোগ, ২ জন পুলিশকর্মী তাঁর ভাইয়েদের ক্ষেপিয়ে তুলেছিল, যাতে তাঁরা সক্ষমের উপর আক্রমণ করে। জানা গিয়েছে, তিন বছর ধরে সম্পর্কে ছিলেন সক্ষম এবং আঁচল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর অভিযোগ, ভাইয়েরা তাঁকে বলেছিলেন যে বিয়ের আয়োজন করবেন। একসঙ্গে অনেক স্বপ্ন দেখেছিলেন তিনি এবং সক্ষম। কিন্তু শেষ মুহূর্তে পরিবারের লোকজন 'বিশ্বাসঘাতকতা' করেছেন বলে অভিযোগ করেছেন আঁচল।&nbsp;</p> <p>আরও অসংখ্য বিস্ফোরক অভিযোগ করেছেন আঁচল। তাঁর কথায়, 'ইনস্টাগ্রামে সক্ষমের সঙ্গে আলাপ হয়েছিল আমার। ভাইদের মাধ্যমে নয়। আমার পরিবারের লোকেরা সক্ষমের সঙ্গে ভালভাবেই থাকত। একসঙ্গে খাওয়াদাওয়া করত। ভাল ব্যবহার করত। ঘুণাক্ষরেও টের পাইনি যে এমন কিছু হতে চলেছে।' আঁচল জানিয়েছেন, সক্ষমের পরিবারের সঙ্গেই এবার থেকে থাকবেন তিনি। কারণ তাঁর পরিবারের লোকজন জানিয়ে দিয়েছেন যে, আঁচলের জন্য বাপের বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, আঁচল এও জানিয়েছেন যে, সক্ষমের পরিবারের লোকজন তাঁকে মেনে নিয়েছেন। এবার সকলে মিলে সক্ষমের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চাইবেন তাঁরা। দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন আঁচল নিজেও।&nbsp;</p> <p>আঁচলের কথায়, 'জাতের কারণেই এই খুন করা হয়েছে। আমার বাবা-দাদারা সবসময় বলত আমরা গ্যাংস্টার। সক্ষম সেটা জানে। ওর সাহস কী করে হয় আমাদের মেয়ের সঙ্গে কথা বলে?' বাকি জীবনটা সক্ষমের পরিবারের সঙ্গেই থাকবেন বলে ঠিক করেছেন আঁচল। আর বিচার চাইবেন তাঁর প্রেমিকের সঙ্গে হওয়া অন্যায়ের।&nbsp;</p> <p>তথ্যসূত্র- এনডিটিভি&nbsp;</p>

from india https://ift.tt/c48Cb9Y
via IFTTT

Post a Comment

0 Comments