PM Modi : SIR আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কোথায় কী কর্মসূচি ?

<p><strong>শিবাশিস মৌলিক, কলকাতা:&nbsp;</strong>SIR আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।&nbsp; ২০ ডিসেম্বর তাহেরপুরে জনসভা করবেন নরেন্দ্র মোদি, বঙ্গ বিজেপিকে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/FjUEWAGH_x4?si=nXCtVpv0LRPD-_mM [/yt]</p> <p>আরও পড়ুন, <a title="ভবানীপুর থেকে বাদ পড়তে পারে ৪৪ হাজার ৭৮৫ জন ভোটারের নাম ! SIR-এ এখনও পর্যন্ত বাদের তালিকায় সাড়ে ৫৮ লক্ষ?" href="https://ift.tt/aMi9huT" target="_self">ভবানীপুর থেকে বাদ পড়তে পারে ৪৪ হাজার ৭৮৫ জন ভোটারের নাম ! SIR-এ এখনও পর্যন্ত বাদের তালিকায় সাড়ে ৫৮ লক্ষ?</a></p> <p>প্রধানমন্ত্রীর দফতর থেকে বঙ্গ বিজেপিকে এই বার্তা জানানো হয়েছে, ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি। এক্ষেত্রে নদিয়াকে বেছে নেওয়া হয়েছে সভা করার জন্য। নদিয়ার তাহেরপুরে জনসভা করবেন বলে খবর। প্রাথমিকভাবে আজ রাজ্য বিজেপির নেতারা, তাঁরা গিয়েছিলেন মাঠ পরিদর্শন করতে।&nbsp;&nbsp;</p>

from india https://ift.tt/lqfItRy
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা