Road Accident: উত্তরপ্রদেশে ভয়াবহ পথ-দুর্ঘটনা, মৃত ২ বাঙালি- সহ ৪ চিকিৎসক, একজন বেলঘরিয়ার বাসিন্দা

<p>সুকান্ত মুখোপাধ্যায় : উত্তরপ্রদেশের আমরোহায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত ৪ MBBS ডাক্তার। ভিনরাজ্যে দুর্ঘটনায় মৃত ৪ চিকিৎসকের মধ্যে ১ জন পশ্চিমবঙ্গ, ১ জন ত্রিপুরার বাসিন্দা। আমরোহায় দুর্ঘটনায় নিহত বেলঘরিয়া নিবাসী চিকিৎসক অর্ণব চক্রবর্তী। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ৪ চিকিৎসকের। গাড়ির ভিতরে আটকে ছিল ৪ চিকিৎসকের দেহ, খবর পুলিশ সূত্রে।&nbsp;</p> <p>নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন ডাক্তাররা, গাড়িতে মদের বোতল ও চিপস পাওয়া গেছে, খবর পুলিশ সূত্রে। ছেলে মদ্যপান করে না, গাড়িও চালাতে পারে না, দাবি মৃত চিকিৎসকের পরিবারের। 'দুর্ঘটনায় নিহত ৪ চিকিৎসক আমরোহার ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ২০২০ ব্যাচের MBBS ছাত্র। MBBS শেষ করে ৪ ডাক্তার ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করছিলেন। ৪ ডাক্তার গভীর রাতে বিশ্ববিদ্যালয় থেকে বেড়াতে বেরিয়েছিলেন', খবর পুলিশ সূত্রে।&nbsp;</p> <p>উত্তরপ্রদেশের আমরোহায় ৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্য়ু হল ২ বাঙালি সহ ৪ চিকিৎসকের। তাঁদের মধ্য়ে একজন বেলঘরিয়ার বাসিন্দা অর্ণব চক্রবর্তী (২৫)। চারজনই ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করছিলেন। বুধবার রাতে তাঁরা গাড়ি নিয়ে বেরিয়েছিল। বিশ্ববিদ্য়ালয়ের কয়েক কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে তাঁদের গাড়ি।ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ৪ চিকিৎসকের। নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। যদিও অর্ণবের পরিবারের দাবি, তাঁদের ছেলে নেশা করে না। এমনকী গাড়িও চালাতে পারে না। ঘটনায় শোকের ছায়া বেলঘরিয়ার চক্রবর্তী পরিবারে।&nbsp;</p>

from india https://ift.tt/NClSY3k
via IFTTT

Post a Comment

0 Comments