<p><strong>আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা:</strong> বাংলায় কথা বললেই সে নাকি বাংলাদেশি! কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে 'SIR', 'বাংলাদেশি-সন্দেহে পুশব্য়াক', 'অসম সরকারের নোটিস'... একাধিক ইস্য়ুতে সরব হলেন মুখ্য়মন্ত্রী। উঠল বাংলাদেশ থেকে সদ্য় ফেরা সোনালি বিবির প্রসঙ্গও। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমি ভেবে পাই না, বাংলায় কথা বললেই সে নাকি বাংলাদেশি। SIR থেকে শুরু করে বাংলাদেশি সন্দেহে পুশব্য়াক।</p> <p>[yt]https://youtu.be/lxMpb2zd9UQ?si=2Ye1K9IIsgCTQPZw[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="ব্যবসায়ীর থেকে TMC নেতার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়, বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল !" href="https://ift.tt/3nPdOKo" target="_self">ব্যবসায়ীর থেকে TMC নেতার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়, বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল !</a></p> <p>সোমবার, সীমান্তবর্তী কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে একাধিক ইস্য়ুতে সরব হলেন মুখ্য়মন্ত্রী। তাঁর মুখে উঠে এল সদ্য় বাংলাদেশ থেকে ফেরা, বীরভূমের সোনালি বিবির প্রসঙ্গও। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে, আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। স্থানীয় পুলিশরা কী করছে? আপনাদের হাতের নাগাল থেকে কীভাবে বেরিয়ে যাচ্ছে? আমরা যে গর্ভবতী মাকে (সোনলি বিবি) নিয়ে এলাম, তার পরিবারের ৪ জন এখনও ওখানে আছে। তারা ভারতের নাগরিক। কাগজপত্র আছে। তা সত্ত্বেও BSF জোর করে তাদের পুশব্য়াক করে দিচ্ছে। <br /> <br />দিল্লির রোহিণীর ২৬ নম্বর সেক্টরে, স্বামী ও ৮ বছরের ছেলের সঙ্গে থাকতেন সোনালি বিবি। ১৭ জুন তাঁদেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি তমকা দেওয়া হয়। এরপর ২৬ তারিখ অন্তঃসত্ত্বা সোনালি সহ ৩ জনকে বাংলাদেশে 'পুশব্যাক' করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, শুক্রবার সোনালি বিবি ও তাঁর ৮ বছরের ছেলেকে, মালদায় ভারত-বাংলাদেশের মেহদিপুর সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। তবে এখনও সীমান্তের ওপারে থেকে গেছেন সোনালি বিবির স্বামী, সুইটি বিবি ও তাঁর দুই ছেলে। সোমবার, কোচবিহারের সভা থেকে এই ইস্য়ুতে ফের সরব হন মুখ্য়মন্ত্রী। সেই সঙ্গে পুলিশের উদ্দেশেও বার্তা দেন তিনি। </p> <p>মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'যারা রাজ্য়ের পুলিশ অফিসার, তাদের বলব, এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না। খুন-খারাবি করতে বলছি না। অন্তত প্রো-অ্য়াকটিভ হোন। নাকা-চেকিংটা ঠিকমতো করুন। প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে, বর্ডার দিয়ে। যারা বেশি সমালোচনা করে, তারাই এটা খেয়ে যায়। দোষ হয় অন্য় লোকের। সব পাখিই মৎস্য় খায়, দোষ হয় মাছরাঙার। এটা মাথায় রাখবেন।' এরাজ্য়ে SIR শুরুর আগে কোচবিহারের একাধিক বাসিন্দার কাছে বিজেপি শাসিত অসম সরকারের NRC নোটিস পৌঁছোয়। সোমবার সেই কোচবিহার থেকেই অসম সরকারের NRC নোটিস নিয়েও, মুখ খোলেন মুখ্য়মন্ত্রী।</p> <p>মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, বাংলায় ডিটেনশন ক্য়াম্প, আমি থাকতে আমি কোনওদিনই করতে দেব না। অসম সরকারের কোনও অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানোর। কোনও ক্ষমতা নেই। পুলিশকেও বলা থাকল। অন্য় রাজ্য় থেকে এসে যেন আমার রাজ্য়ের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। এটা আপনাদের দায়িত্ব দেখার। কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্য়ি দেখতে হবে, সে আদৌ চোর কিনা। মঙ্গলবার কোচবিহারের রাসমেলার মাঠে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের রাজনৈতিক সভা। </p>
from india https://ift.tt/Mwzvkpb
via IFTTT
0 Comments