<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> বাণিজ্যশুল্ক নিয়ে আলাপ-আলোচনার মধ্যেই ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতীয় কৃষিপণ্যের উপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন তিনি। বিশেষ করে ভারত থেকে যে চাল আমেরিকায় পৌঁছয়, তা নিয়েই এবার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। আমেরিকার কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এমন হুঁশিয়ারি তাঁর।</span></p> <p><span style="font-weight: 400;">হোয়াইট হাউসে আমেরিকার কৃষকদের জন্য বিশেষ প্রকল্পের উদ্বোধন করেন ট্রাম্প। আর সেখানেই ভারত-সহ এশীয় দেশগুলি থেকে আমেরিকায় আমদানিকৃত কৃষিপণ্য নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। ট্রাম্পের দাবি, বিদেশ থেকে কৃষিপণ্য আমদানি করায় আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমেরিকার কৃষকদের স্বার্থ রক্ষার্থে যা করণীয়, করবেন তিনি।</span></p> <p><span style="font-weight: 400;">সবিস্তার আসছে</span></p>
from india https://ift.tt/S6jO8tu
via IFTTT
0 Comments