<p><strong>দীপক ঘোষ, কলকাতা:</strong> ৮ মাস ব্রাত্য থাকার পর, এবিপি আনন্দ-র এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে মুখ খুললেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ।জানিয়েছেন, আজ বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক আছে তাঁর। মূলত গত কয়েক বছরে তাঁকে নিয়ে কম জল ঘোলা হয়নি। কখনও বরাবরের চেনা কেন্দ্রের বাইরে প্রার্থী পদ হওয়া ঘিরেও হইচই পড়ে গিয়েছিল অন্দরমহলে। যদি ফিরে দেখতে হয়, বিতর্ক চরমে উঠেছিল, দীঘায় মন্দির উদ্বোধনের সময়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপকে একফ্রেমে দেখতে পাওয়ায়। সবার মনেই প্রশ্ন উঠেছিল , 'তবে কি ?..'। দলের একাংশের ক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি। কিন্তু দিলীপ ছিলেন দিলীপেই। তাঁর ছন্দপতন দেখেনি পশ্চিমবঙ্গ। অল্প সময়ের মধ্যেই সেই বিতর্কে জল ঢেলেছিলেন নিজেই। বিজেপির বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে দেখা করে সাফ জানিয়েছিলেন, 'ক্ষণিকের জন্য কোথাও ভুল হলে-দূরত্ব তৈরি হলে, এর অর্থ এটা নয়, যে সে দলের বাইরে চলে গেছেন।' তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। SIR আবহে দেখতে দেখতে ২০২৬। ঠিকভাবে বলতে গেলে, বিধানসভা নির্বাচনের বছর বলে কথা। আর সেই সঙ্গেই উঠে এল একগুচ্ছ জরুরি প্রশ্ন। চেনা ভঙ্গিতে, দৃঢ় কণ্ঠে উঠলেন জ্বলে, স্পষ্ট করলেন নিজের বক্তব্য দিলীপ ঘোষ। </p> <p>[yt]https://youtu.be/IvLApA0eHe0?si=WjgH59kFerp4Ztjx[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="প্রয়োজনে SIR শুনানির দিন কি পাল্টানো যাবে? শুনানির ফলাফল কী হল, কী করে জানতে পারবেন?" href="https://ift.tt/DqCfYM9" target="_self">প্রয়োজনে SIR শুনানির দিন কি পাল্টানো যাবে? শুনানির ফলাফল কী হল, কী করে জানতে পারবেন?</a></p> <p><strong>প্রশ্ন:</strong> আপনি <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/m26ajbB" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a>ে লড়াই করতে চান এবার ?</p> <p><strong>দিলীপ ঘোষ:</strong> তা আমি যখন নির্বাচন একাধিকবার লড়েছি, তো আমাকে জনপ্রতিনিধি হয়েই লড়তে হবে। যদি নির্বাচন না লড়তাম মোটেও, তাহলে আমার প্রশ্ন ছিল না। তখন আমাকে বলা হয়েছিল লড়তে, যতবার আমাকে আদেশ দেওয়া হয়েছিল, আমি লড়েছি। রাজনীতিতে লড়ার আমার ইচ্ছেও ছিল না, কিন্তু আমি এক্স এমপি, এক্স এমএলএ, তো প্রতিনিধি হয়ে লড়াই করার গুরুত্ব বেশি থাকে। </p> <p><strong>প্রশ্ন:</strong> আপনার পছন্দের কেন্দ্র ?</p> <p><strong>দিলীপ ঘোষ:</strong> আমি আগে যেখানে লড়েছি, খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই ওখানের মানুষের সঙ্গে একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে, আমি ওখানেই লড়ব। </p> <p><strong>প্রশ্ন:</strong> আপনি তো একসময় বলেছিলেন, অনেকে চায় না মেদিনীপুরে আপনি রাজনীতি করুন, তাহলে কী হবে তাহলে ?</p> <p><strong>দিলীপ ঘোষ:</strong> তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে।</p> <p><strong>প্রশ্ন:</strong> আপনি মনে করছেন, পার্টি এখন শুধরে নেবে, আপনাকে জায়গা মত, আবার ফিরিয়ে দেবে ?</p> <p><strong><a title="দিলীপ ঘোষ" href="https://ift.tt/mH4xX6o" data-type="interlinkingkeywords">দিলীপ ঘোষ</a>:</strong> জানি না, পার্টি কী করবে, আমার ইচ্ছের উপর সেটা হয় না। আমার ইচ্ছে প্রকাশ করেছি আমি। গতবার ইচ্ছেপ্রকাশ করেছিলাম, আমি ইলেকশন লড়ব না, বর্ধমানে যাব না। কিন্তু পার্টি বলেছিল। আমি গিয়েছি। বারবার এরকম হবে , আমার মনে হয় না। পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>
from india https://ift.tt/uLQIBRi
via IFTTT
0 Comments