Rekha Gupta: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা, বনিয়া ভোটের সঙ্গে উপরি পাওনা ভাবমূর্তি, হিসেবি সিদ্ধান্ত BJP-র

<p><strong>নয়াদিল্লি:</strong> দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত। বুধবার রামলীলা ময়দানে শপথবাক্য পাঠ করলেন তিনি। এবারই প্রথম বার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রেখা। শালিমার বাগ থেকে জয়ী হন তিনি। আর প্রথমবারেই কার্যত ছক্কা হাঁকালেন তিনি। শীলা দীক্ষিত, সুষমা স্বরাজ এবং অতিশীর পর রেখা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/MiKAObT" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a> এতদিন দেশের একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন। রেখা শপথ নেওয়ার পর আর একা রইলেন না মমতা। (Rekha Gupta)</p> <p>দিল্লির মহিলা মুখ্যমন্ত্রীকে বসানো হতে পারে বলে নির্বাচনের দিন থেকেই জল্পনা চলছিল বিজেপি-র অন্দরে। এযাবৎ মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে প্রবেশ বর্মা অনেকটাই এগিয়ে ছিলেন যদিও। কিন্তু বুধবার রেখার নামেই সিলমোহর দেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন রেখার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি-র শীর্ষ নেতারা। এই নিয়ে দীর্ঘ ২৬ বছর পর রাজধৈনীতে সরকার গড়ল বিজেপি। (Delhi New CM)</p> <p>দিল্লি বিধানসভার নেত্রী নিযুক্ত গয়েছেন রেখা। তাঁর উপ মুখ্য়ন্ত্রী হয়েছেন প্রবেশ রানা। রেখার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আশিস সুদ, পঙ্কজ সিংহ, কপিল মিশ্র, মনজিন্দর সিংহ সিরসা এবং রবীন্দ্র ইন্দ্রজ। ১০ বছর আগে দিল্লি বিধানসভা থেকে বিজেপি-র বিজেন্দ্র গুপ্তকে বের করে নিয়ে যেতে দেখা গিয়েছিল। সেই বিজেন্দ্র এবার দিল্লির বিধানসভার স্পিকার হচ্ছেন এবার।</p> <p>নির্বাচনী হলফনামায় রেখা জানিয়েছিলেন, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১.২৫ কোটি টাকা। স্থাবর ২.৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে। মাথার উপর ঋণ রয়েছে ৪৮.৪৪ লক্ষ টাকার। স্বামী মণীশ গুপ্তর সঙ্গে যৌথ মালিকানায় দু'টি বাড়ি রয়েছে রেখার।&nbsp; গাড়ি নেই তাঁর। গয়না রয়েছে ১৮ লক্ষ টাকার। ২০২৩-'২৪ সালে রেখার স্বামীর আয় ছিল ৯৭ লক্ষ ৩৩ হাজার ৫৭০ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১.১৪ কোটি। ৩০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।</p> <p>মহিলা নেত্রীকে মুখ্যমন্ত্রী করে বিজেপি চমক দিতে পারে বলে <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/Cn9J4N5" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a>ের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা চলছিল। সেই জল্পনাকে সত্য প্রমাণিত করে বুধবার রেখার নামে সিলমোহর দেওয়া হয়। কিন্তু হঠাৎ রেখাকেই কেন বাছল বিজেপি? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মহিলা নেত্রীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়া নিয়ে বিরোধীদের কাছে কটাক্ষ শুনতে হয় বিজেপি-কে। সেই সমালোচনার জবাব দিতেই রেখাকে বাছা হয়ে থাকতে পারে। এবারের নির্বাচনে দিল্লিতে মহিলাদের ভোটকে টার্গেট করেছিল বিজেপি। সেই মতো মাসিক ভাতার ঘোষণাও হয়, যা ভোটবাক্সে ডিভিডেন্ড দিয়েছে বিজেপি-কে। তাই রেখাকে চয়ন করে মহিলাদের বার্তা দেওয়া হল বলেও মনে করছেন কেউ কেউ।</p> <p>পাশাপাশি, রেখা বৈশ্য বর্ণ তথা 'বনিয়া' সম্প্রদায়ের সদস্য, যারা কি না বিজেপি-র বরাবরের ভোটার। দিল্লির ব্যবসায়ী মহলও দু'হাত উপুড় করে ভোট দিয়েছে BJP-কে। রমেশ বিদুরি, প্রবেশ বর্মাকে নিয়ে বিতর্ক রয়েছে। সেই নিরিখে রেখার ভাবমূর্তি একেবারে স্বচ্ছ। দেশের রাজনীতিতে তিনি একরকম ভাবে নতুন মুখও বটে। তবে গত তিন দশক ধরে বিজেপি-তে রেখা। বিজেপি-র মহিলা মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি পদে ছিলেন একসময়। দিল্লিতে বিজেপি-র সাধারণ সম্পাদকও ছিলেন। একসময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্টও ছিলেন। প্রথম বার ২০০৭ সালে কাউন্সিলর নির্বাচিত হন।</p>

from india https://ift.tt/Ul2Lkea
via IFTTT

Post a Comment

0 Comments