Bangladesh News: সেনার সঙ্গে চাপানউতোর, 'শক্তিধর' BNP-র চাপ ! ইউনূসের ইস্তফা সময়ের অপেক্ষা ? রাজনৈতিক সঙ্কট ফের ঘোরালো বাংলাদেশে ?

<p><strong>ঢাকা :</strong> ফের কি রাজনৈতিক সঙ্কটের পথে এগোচ্ছে বাংলাদেশ ? সাম্প্রতিক অস্থিরতা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। একদিকে নির্বাচন চেয়ে ইউনূসের ওপর চাপ বাড়াচ্ছে বিএনপি। আবার বাংলাদেশের সেনার সঙ্গেও তলানিতে এসে ঠেকেছে ইউনূসের সম্পর্ক। তার জেরেই কি পদ ছেড়ে পালাতে চাইছেন তিনি ? জোরাল হচ্ছে সেই প্রশ্ন।</p> <p>সাম্প্রতিক সময়ে ইউনূস নেতৃত্বাধীন সরকার বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশের সামরিক বাহিনীর তরফে। বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামানের অফিসারদের উদ্দেশে ভাষণ এমন একটা সময় সামনে এসেছে যখন বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনূস সরকারের মধ্যে নির্বাচন করা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মায়ানমারের রাখাইনে একটি মানবিক করিডর তৈরি নিয়ে চাপনউতোর তীব্রতর হয়েছে। প্রস্তাবিত ওই করিডর বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির মধ্যে একটি হিসেবে উঠে এসেছে। জামান জোর দিয়ে বলেছেন যে, বাংলাদেশ সেনাবাহিনী এমন কিছু হতে দেবে না যা দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে।</p> <p>দেশের রাজনৈতিক অস্থিরতার আবহে নিজের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন ইউনূস। এমনই খবর। বৃহস্পতিবার সন্ধেয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা স্<a title="টেট" href="https://ift.tt/gGUQIPq" data-type="interlinkingkeywords">টেট</a> গেস্ট হাউসে একটি বৈঠক হয়। সেখানে ইউনূস নিজের হতাশার কথা জানিয়ে দেন। তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টা হিসাবে কাজ চালিয়ে যাওয়ার কোনও আকাঙ্খা তাঁর নেই। তিনি ইস্তফা দিতে চান।&nbsp;</p> <p>ইউনূসের সঙ্গে ওই রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন- ছাত্র নেতা তথা রাজনৈতিক নেতা নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ সজীব ভুঁইঞা। সেই বৈঠকে উঠে এসেছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যারা এই মুহূর্তে সে দেশের &nbsp;বিচার-ব্যবস্থা, প্রশাসন ও রাস্তার ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, তারা অভিযোগ করছে যে ইউনূস নাকি ভোট করাতে দেরি করাচ্ছেন। সূত্রের খবর, ইউনূস নাকি এমন পরিস্থিতিতে নির্বাচন করতে চান না যেখানে একটি দলকে সরকার গঠনের পক্ষে সমর্থন জানানো হয়ে যাবে।&nbsp;</p> <p>BNP-র স্ট্যান্ডিং কমিটির সদস্যা খান্দেকর মোশারফ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে আসিফ মহম্মদ, সজীব ভুঁইঞা ও মাহফুজ আলম, এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণ চেয়েছে BNP।&nbsp;</p> <p>এদিকে ইউনূসের আমলে ঢাকা এমন কিছু ব্যক্তির মুক্তির বিষয় উপেক্ষা করেছে যারা দক্ষিণ এশিয়ার সবচেয়ে মারাত্মক জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), হরকত-উল-জিহাদ-আল-ইসলামি (হুজি), আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এবং হিজবুত-তাহরির সঙ্গে যুক্ত। এই গ্রুপগুলিকে শুধু বাংলাদেশই কালো তালিকাভুক্ত করেনি, আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী কাঠামোও এদের ব্ল্যাক লিস্ট করেছে। সবমিলিয়ে এক অস্থির পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ। অন্তত সাম্প্রতিক পরিস্থিতি সেসব দিকই ইঙ্গিত করছে বলে মত ওয়াকিবহাল মহলের।</p>

from india https://ift.tt/Mfjg91I
via IFTTT

Post a Comment

0 Comments