India Pakistan Tension: 'আমেরিকা রানাকে ফেরাতে পারলে, পাকিস্তান কেন মাসুদ আজহার, হাফিজ সইদকে হস্তান্তর করতে পারে না?'

<p class="story_para_1"><strong>India Pakistan Tension:&nbsp;</strong>ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন ইজরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জে পি সিং। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ হয়েছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূল চক্রী তাহাউর হুসেন রানা-র। সেই প্রসঙ্গ টেনে জে পি সিং বলেছেন, 'যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাহাউর হুসেন রানাকে ফেরাতে পারে, তাহলে পাকিস্তান কেন হাফিজ সইদ, মাসুদ আজহার, জাকি-উর-রহমান লকভি এবং সাজিদ মিরকে হস্তান্তর করতে পারে না? সব স্বাভাবিক হয়ে যাবে যদি পাকিস্তান এইসব জঙ্গিদের ভারতের হাতে তুলে দেয়।'&nbsp;</p> <p class="story_para_1">ইজরায়েলের ভারতীয় রাষ্ট্রদূত জে পি সিং আরও বলেছেন, 'ওরা বারবার আরও তদন্ত চায়। আন্তর্জাতিক তদন্ত চায়। কিন্তু মুম্বই, পাঠানকোট পুলওয়ামার কী হবে? আমরা ওদের ডসিয়ার দিয়েছে। আমেরিকা ওদের প্রমাণ দিয়েছে। তারপরেও সাজিদ মির, হাফিজ সইদ, জাকি-উর-রহমান লকভি দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আপনি ওদের কিছুতেই বিশ্বাস করতে পারবেন না।'&nbsp;</p> <p class="story_para_1"><strong>অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি&nbsp;</strong></p> <p class="story_para_1">অপারেশন সিঁদুরে বড় ক্ষতি হয়েছে মাসুদ আজহারের। পাকিস্তানের বাহাওয়ালপুরে থাকা জইশ-ই-মহম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ধুলোয় মিশেছে মারকজ সুভান আল্লাহ্&zwnj;। এই ঘাঁটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল জইশ প্রশান মাসুদ আজহার। অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত হয়েছে মাসুদের চার সহযোগীও। খতম হয়েছে মাসুদ আজহারের ভাই আবদুল রউফ আজহার। কান্দাহার বিমান অপহরণ, বিদেশি সাংবাদিকের মাথা কেটে খুনের মতো ঘৃণ্য কাজের মাস্টারমাইন্ড ছিল জইশের এই অপারেশনাল কম্যান্ডার।</p> <p class="story_para_1">অন্যদিকে অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের মুরিদকেতে থাকা লস্কর-ই-তৈবার ঘাঁটি মারকজ তৈবা। এই লস্কর ঘাঁটি থেকে ভারতে হওয়া একাধিক নাশকতার ছক কষা হয়েছিল। এখানেই জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া হতো। লস্করের এই হেড কোয়ার্টার তৈরি হয়েছিল ওসামা বিন লাদেনের অর্থ সহযোগিতায়। এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল লস্করের অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ সইদ।&nbsp;</p> <p class="story_para_1"><strong>তাহাউর হুসেন রানার সফল প্রত্যর্পণ&nbsp;</strong></p> <p class="story_para_1">এবছর এপ্রিল মাসের শুরুর দিকেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সফলভাবে প্রত্যর্পণ করে ভারতে আনা হয়েছে ২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানাকে। তার ঠাঁই হয়েছে তিহাড় জেলে। তদন্তভার নিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে রানার বিরুদ্ধে। পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর হুসেন রানা ছিল শিকাগোর বাসিন্দা। তাহাউর রানা-র বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ সালের মুম্বই হামলার পিছনে অন্যতম মাথা ছিল সে। পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি, যে রেইকি করতে এসেছিল মুম্বইতে, সেই মূল অভিযুক্ত জেরায় জানিয়েছিল, ২৬/১১ মুম্বই হামলার যাবতীয় টাকাপয়সা এবং অস্ত্রশস্ত্রের জোগান দিয়েছিল তাহাউর হুসেন রানা- ই। প্রায় ৪ দিন ধরে চলেছিল হামলা। বন্দি করে রাখা হয়েছিল বিদেশি নাগরিকদের। এই ঘটনায় মুম্বই পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর তুকারাম ওম্বলের সাহসিকতায় ধরা পড়েছিল একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসাভ। তবে শহিদ হন তুকারাম ওম্বলে। পরবর্তী ফাঁসির সাজা হয়েছিল আজমল কাসভের।&nbsp;</p>

from india https://ift.tt/wMdbvcq
via IFTTT

Post a Comment

0 Comments

Jammu Kashmir Cloudburst: জম্মু-কাশ্মীরের রামবানে মেঘভাঙা বৃষ্টি, প্রভূত ক্ষয়ক্ষতি এলাকায়, মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের