<p><strong>নয়াদিল্লি :</strong> ফের যুদ্ধের হুঙ্কার নির্লজ্জ পাকিস্তানের। সিন্ধু জলচুক্তিতে ভারত ইসলামাবাদকে তার ভাগের জল না দিলে যুদ্ধে নামবে পাকিস্তান। এমনই হুঁশিয়ারি শোনা গেল পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর গলায়। </p> <p>পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল। তাঁর বক্তব্য, ভারত যদি জল দিতে রাজি না হয়, "আমাদের আবার যুদ্ধে নামতে হবে।" সংসদে বক্তব্য রাখার সময়, বিলাওয়াল ভারতের পদক্ষেপ প্রত্যাখ্যান করেন এবং "চুক্তির অবৈধ স্থগিতাদেশকে" (বিলাওয়ালের ভাষায়) প্রতিশোধ নেওয়ার হুমকি দেন।</p> <p>তাঁর কথায়, ভারতের সামনে দু'টি পথ খোলা আছে: ন্যায্যভাবে জল ভাগাভাগি করা, অথবা আমরা ছয়টি নদীর সবকটি থেকে নিজেদের কাছে জল পৌঁছে দেব।" সিন্ধু অববাহিকার ছয়টি নদীর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "সিন্ধুর (সিন্ধু নদী) উপর আক্রমণ এবং ভারতের দাবি যে সিন্ধু জল চুক্তি শেষ হয়ে গেছে, এবং এটি স্থগিত রয়েছে। প্রথমত, এটি অবৈধ, কারণ আইডব্লিউটি স্থগিত নেই, এটি পাকিস্তান এবং ভারতের জন্য বাধ্যতামূলক, জাতিসংঘের সনদ অনুসারে জল বন্ধ করার হুমকি অবৈধ।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী <a title="অমিত শাহ" href="https://ift.tt/25gzb6Q" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a> ঘোষণা করার কয়েকদিন পর তাঁর এই মন্তব্য সামনে এল। শাহর কথায়, ভারত কখনোই ১৯৬০ সালের জলবণ্টন চুক্তি পুনরুদ্ধার করবে না, যা ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নয়াদিল্লি স্থগিত করে। এই হামলায় ২৬ জন নিহত হন।</p> <p>জল নিয়ে ঘরেই শুরু হয়েছে গৃহযুদ্ধ ! পাকিস্তানে জলের অভাব দেখা দিতেই নেতা-মন্ত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে পাকিস্তানিরা। পরিস্থিতি সামলাতে নাজেহাল অবস্থা হয়েছে শাহবাজ শরিফ সরকারের। ভাইরাল সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেগতিক দেখে সম্প্রতি ভারতের পায়ে পড়ার মতো পরিস্থিতি হয়েছে পাকিস্তানের। কথায় আছে, স্বভাব অভাব তৈরি করে। পাকিস্তানের টানা ভারত-বিদ্বেষী হামলা এবার জলের অভাব তৈরি করেছে প্রতিবেশী দেশে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করতেই জল সংকটের মুখোমুখি হয়েছে পাকিস্তান। যে কারণে নয়াদিল্লিকে চারবার চিঠি লিখেছে শরিফের সরকার। ২২ এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা আবেদন জানিয়েছে পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুর্তজা এই চারটি চিঠি জলশক্তি মন্ত্রককে সম্বোধন করে পাঠিয়েছেন। সেখান থেকে তা বিদেশ মন্ত্রক (এমইএ)-তে পাঠানো হয়েছে। চিঠিতে মুর্তজা ভারতকে চুক্তি পুনর্বহাল করার জন্য অনুরোধ করেছে। সংবাদ সংস্থা IANS এই রিপোর্ট প্রকাশ করা হয়।</p>
from india https://ift.tt/pMaWbTQ
via IFTTT
0 Comments